রূপগঞ্জে কালীপূজা ও কীর্তন পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী
Published: 20th, January 2025 GMT
রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় কালীপূজা ও কীর্তন পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান শিরিন আক্তার সেলি।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাওঘাট গ্রামের ৩টি কালীপূজা মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত কীর্তন স্থান পরিদর্শন করেন। এ সময় গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ও সনাতন ধর্মের কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শিরিন আক্তার সেলি উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক গোলজার হোসেন ভুঁইয়ার সহধর্মিনী। পূজামন্দির পরিদর্শনকালে এলাকাবাসীর পক্ষ থেকে শিরিন আক্তার সেলিকে শাল উপহার দেন। প্রতিটি মন্দিরে উপস্থিতিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শিরিন আক্তার সেলি বলেন, হিন্দু-মুসলিম যুগ যুগ বছর ধরে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করে আসছে। আমরা সব সময় হিন্দু ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আছি।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ আছে। আগামীতেও আমরা দিপু ভুঁইয়া নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো।
মৃত্যুর আগ পর্যন্ত গোলজার হোসেন ভু্ইঁয়া পরিবার গোলাকান্দাইল ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ব এনপ
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//