ঢাবিতে ফারসি কন্যাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
Published: 20th, January 2025 GMT
প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী ফারসি কন্যাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.
অনুষ্ঠানের শুরুতে বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্টের প্রথম দিনের নক আউট পর্বে বিভাগের ছাত্রীদের মধ্যে প্রতি ব্যাচ থেকে সর্বোচ্চ তিনটি করে মোট ১২টি দল অংশগ্রহণের সুযোগ পেয়েছে। অংশগ্রহণকারী দলগুলো বিখ্যাত ইরানি ও বাংলাদেশি নারী লেখক, কবি, শিক্ষক, গবেষক এবং চিত্র পরিচালকদের নামে নামকরণ করা হয়েছে। প্রথম দিনের নক আউট পর্বে ১২টি দলের মধ্য থেকে ৬টি দল দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে।
প্রথম দিনের জয়ী দলগুলো হলো- তাহেরা সাফারজাদে, পুরান দেরাখশানদে, সিমিন বেহবাহানী, পারভিন এতেসামি, সিমিন দানেশভার ও ফোরুগে ফোররুখজাদ।
আগামীকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টা থেকে সুপার সিক্স রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে এ রাউন্ডগুলো সম্পন্ন হবে।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন