প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী ফারসি কন্যাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.

মুমিত আল রশিদ, বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. কেএম সাইফুল ইসলাম খান, ড. মো. মুহসীন উদ্দিন মিয়া, মিসেস তানজিনা বিনতে নূর, বাদল মিয়া, আইইআরের সহকারী অধ্যাপক রাহুল চন্দ্র সাহা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

টুর্নামেন্টের প্রথম দিনের নক আউট পর্বে বিভাগের ছাত্রীদের মধ্যে প্রতি ব্যাচ থেকে সর্বোচ্চ তিনটি করে মোট ১২টি দল অংশগ্রহণের সুযোগ পেয়েছে। অংশগ্রহণকারী দলগুলো বিখ্যাত ইরানি ও বাংলাদেশি নারী লেখক, কবি, শিক্ষক, গবেষক এবং চিত্র পরিচালকদের নামে নামকরণ করা হয়েছে। প্রথম দিনের নক আউট পর্বে ১২টি দলের মধ্য থেকে ৬টি দল দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে।

প্রথম দিনের জয়ী দলগুলো হলো- তাহেরা সাফারজাদে, পুরান দেরাখশানদে, সিমিন বেহবাহানী, পারভিন এতেসামি, সিমিন দানেশভার ও ফোরুগে ফোররুখজাদ।

আগামীকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টা থেকে সুপার সিক্স রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে এ রাউন্ডগুলো সম্পন্ন হবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রথম

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে ফুলটাইম ও পার্টটাইম এমবিএ, সিজিপিএ ২.৫০ লাগবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ২০২৫-২৬ সেশনে ফুলটাইম ও পার্টটাইম এমবিএ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

কোর্সের বৈশিষ্ট্য

১. আবেদনকারীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

২. ভর্তির আবেদন ফি ২০৮০ টাকা।

আবেদনের যোগ্যতা

১. যেকোনো ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি, কমপক্ষে সিজিপিএ ২.৫০ থাকতে হবে (৪-এর মধ্যে) অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

২. এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্যে কমপক্ষে ৩ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে পৃথক পৃথকভাবে।

৩. ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ক্ষেত্রে উভয় পরীক্ষায় পৃথক পৃথকভাবে কমপক্ষে জিপিএ–২ থাকতে হবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে দেখুন।

৩. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা ক্লাস গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স, যোগ্যতা এইচএসসি পাস১ ঘণ্টা আগেদরকারি তথ্য

১. বিদেশি নাগরিকত্ব ও বিদেশি বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী আবেদনকারীর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে, যদি তাঁর জিআরই বা জিএমএটি স্কোর ৭৫ শতাংশ বা তার বেশি হয়। তবে তাঁকে বোর্ডে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে।

২. সব বিদেশি সার্টিফিকেট/ডিগ্রির (‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল ব্যতীত) সমতা আইবিএর সমতা কমিটি দ্বারা নির্ধারিত হবে। এই সমতা ব্যতীত একজন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন না।

৩. ইউজিসি কর্তৃক অনুমোদিত নয়—এমন কোনো প্রোগ্রাম থেকে ডিগ্রিধারী আবেদনকারী আবেদন করতে পারবেন না।

ভর্তি পরীক্ষার বিস্তারিত

১. আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫।

৩. ভর্তি পরীক্ষার সময়: সকাল ১০টা।

৪. ভর্তি পরীক্ষার স্থান: আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

সম্পর্কিত নিবন্ধ