পাহাড়ঘেরা ঝিরিপথের পায়ে পায়ে রোমাঞ্চ, অদেখা ধুমনি ঘাটে যেভাবে যাবেন
Published: 20th, October 2025 GMT
সবুজ পাহাড়ের ঝরনার স্রোত। আবার বিশাল পাথরে ঝলমলে রোদের খেলা আর পাখির কলরব। সব মিলিয়ে এ জায়গা পছন্দ করবেন না—এমন ভ্রমণপ্রেমীর দেখা পাওয়া মুশকিল। এমন নিসর্গ যাঁরা দেখতে চান, তাঁরা যেতে পারেন মনভোলানো ‘ধুমনি ঘাটে’।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ধুমনি ঘাটের কথা অনেক পর্যটকেরই অজানা। পাহাড়ি পথের নির্জনতা ঘেরা জায়গাটির নিসর্গ শোভায় মুগ্ধ হবেন যে কেউ। যেতে চোখে পড়বে জুমঘর, নাম না-জানা পাহাড়ি ফুল, আঁকাবাঁকা পাহাড়ি পথ ও স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনচিত্র।
মহালছড়ি থেকে সিন্দুকছড়ি যাওয়ার পথে সেনা ক্যাম্পের বিপরীতে পাহাড়ের নিচে নামলেই দেখা মেলে ধুমনি ঘাটের। জায়গাটিতে যেতে সরু পাহাড়ি পথে প্রায় আধা কিলোমিটার হাঁটতে হয়। দুই পাশে ঘন গাছপালা, ছোট ঝিরি পার হওয়ার এ অভিযানও পর্যটকদের পছন্দের।
ধুমনি ঘাটের ঝরনায় গা ভাসিয়েছেন একদল পর্যটক। সম্প্রতি খাগড়াছড়ির মহালছড়িতে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরও একজন গ্রেপ্তার
প্রতীকী ছবি