ফরিদপুরের মধুখালীতে মাদক ও জুয়ার আসরে অভিযানের সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ডিবির তিন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে এসআই জব্বার হোসেন ও দেওয়ান মুহাম্মদ সবুর এবং এএসআই শফিকুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া চার-পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফরিদপুর মেডিকেল হাসপাতালের চিকিৎসক মো.

তৌসিফ সরকার জানান, আহতদের মধ্যে জব্বারের মাথায় তিনটি আঘাত রয়েছে। বাকি দুজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে কারও গুরুতর আঘাত নেই। সবাই আশঙ্কামুক্ত।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা জানান, রাতে ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে অভিযানে যায় ডিবির ৭ থেকে ৮ সদস্যের একটি দল। এ সময় দুজনকে মাদকসহ আটক করা হয়। জুয়ার আসর থেকে টাকাসহ অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়। হঠাৎ মাদক কারবারি ও জুয়াড়িসহ স্থানীয়রা অতর্কিত হামলা চালায়। এতে গুরুত্বর আহত হন তিনজন। অন্যরাও কম-বেশি আহত হয়েছেন। 

তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। আটক দুজনকে নিয়ে আসা হয়েছে। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।

আরো পড়ুন:

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা
  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত