রূপগঞ্জে ১৪টি স্কুল ও মাদ্রাসার সমন্বয়ে ৫৩ তম আন্ত: স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আমদিয়া কৃষক-শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিদের ছোট, বড় ও মাঝারী ৩ ভাগে ভাগ করে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, ক্রিকেট, ব্যাটমিন্টন, হ্যান্ড বল, ভলি বল, দড়ি ঘোড়ানো সহ বিভিন্ন খেলা অনুষ্ঠান হয়। পরে প্রতিটি খেলায় ১ম, ২য় ও ৩য় প্রতিযোগির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। এতে দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড.

হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মুন্সি, ৬নং ওয়ার্ল্ড যুবদলের সভাপতি আব্দুল আউয়াল, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন রাজ, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাসকিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সহ-সভাপতি বিপ্লব শেখ, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলামিন হোসাইন পাপ্পু।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ