রূপগঞ্জে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ১ ডাকাত গ্রেপ্তার
Published: 23rd, January 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০৫পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ রুবেল নামে এক চিহ্নিত ডাকাত ও ইয়াবা সম্রাটকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রুবেল রূপগঞ্জ সদর ইউনিয়নের বাঘবের এলাকার মোছলেম মিয়ার ছেলে। বুধবার রাতে উপজেলার বাঘবের এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র চাইনিজ কুড়ালসহ রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, গত ১ সপ্তাহ ধরে ইয়াবা সেবনের ভিডিও এবং পূর্বাচলের জলসিঁড়ি ১০০ ফুট সড়কের কেয়ারিয়া এলাকায় সালাহউদ্দিনের বাড়িতে ডাকাতিকালে রুবেলের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
এ খবরে পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংঘটিত অপরাধে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও রুবেলের বিরুদ্ধে থানায় মাদক, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।