গোদনাইল প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নস ট্রফির মোড়ক উন্মোচন
Published: 23rd, January 2025 GMT
সিদ্ধিরগঞ্জে জঁমকালো আয়োজনের মধ্য দিয়ে গোদনাইল প্রিপিয়ার লীগ-জিপিএল সিজন-২ এর চ্যাম্পিয়নস ট্রফির মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকালে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ভাঙ্গারপুল এলাকাস্থ ডিএনডি লেক পাড়ের উন্মুক্ত মঞ্চে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এবারের জিপিএল সিজন-২ এর টি-১০ লীগে প্রথম পর্বে ৭টি দল অংশগ্রহণ করেন। আজ লীগের দ্বিতীয় পর্বে সেমি ফাইনালে ইনভিন্সিবল টাইটানস বনাম অগ্রগামী সংঘ এবং ইয়াং ভয়েজ বনাম ট্রফি ফাইটার মুখোমুখী হবে। আগামী ৩১ জানুয়ারী ফাইনাল খেলা এবং ১১ ফেব্রুয়ারী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গোদনাইল প্রিপিয়ার লীগ-জিপিএল সিজন-২ এর আয়োজক কমিটির উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক মো: দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে এবং উপদেষ্টা আজিম মোল্লা বাপ্পীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির আহ্বায়ক হৃদয় শিকদার, সদস্য সচিব কাজল হোসেন, সদস্য রোমান মোল্লা, কবির মোল্লা, শফিকুল ইসলাম দিদার, শাহজালাল ভুইয়া, রিপন, জীবন শিকদার ও বাবু শিকদার।
এরআগে বছরের ২৬ ডিসেম্বর বিকালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, জার্সি উন্মোচন, আলোচনা সভা ও আতশবাজীর মত জঁমকালো আয়োজনের মধ্য দিয়ে জিপিএল সিজন-২ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন
‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।