শহর জুড়ে ছাত্রলীগের পোস্টারিং, মহানগর ছাত্রশিবিরের প্রতিবাদ
Published: 23rd, January 2025 GMT
নারায়ণগঞ্জ শহর জুড়ে নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের রাতের আঁধারে পোস্টারিং এর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ মোঃ ইসমাইল ও সেক্রেটারি অমিত হাসান এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
তারা বলেন, "৫ ই আগষ্টের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যারা জুলাই বিপ্লবে ছাত্রহত্যার সরাসরি আসামী তারা বিভিন্নভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ২২ জানুয়ারি মধ্যরাতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টারিং করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এই নিয়ে শহর জুড়ে সাধারণ ছাত্রদের মাঝে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে।
তারা আরো বলেন, ‘গত ১৫ বছরে ছাত্রলীগের গুন্ডা বাহিনীর অত্যাচারে ছাত্রসমাজের নাভিশ্বাস অবস্থার যখনই উত্তোরণ হলো, ঠিক তখই প্রশাসনের নাকের ডগায় খুনি হাসিনা ও শামীম ওসমানের ছবি সম্বলিত পোস্টার লাগিয়েছে ছাত্রলীগ। আমরা এ ন্যাক্কারজনক ঘঠনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ভিডিও ফুটেজ ও বিভিন্ন ছবি দেখে এই ঘঠনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে অতিসত্বর বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই। সেই সঙ্গে পুলিশ-প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানাই।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
আড়াইহাজারে সেপটি ট্যাংকির ঝুঁকি ও করনীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বৈইলার কান্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্ড কার্যালয়ের সামনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের আয়োজন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোন- ২ ।
উক্ত প্রশিক্ষণে আড়াইহাজার এলাকায় অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন এবং সচেতনার মাধ্যমে সেফটি ট্যাংকির দূর্ঘটনার মোকাবেলা করে জীবন রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি । এই সময় নারায়ণগঞ্জ জোন-২ এবং আড়াইহাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: রবিউল হাসানসহ অনান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া নির্মাণ শ্রমিক বাছেদ বলেন, নতুন এই প্রশিক্ষণে অংশ নিয়ে আমরা অনেক কিছু শিখলাম। আমরা চাই এই ধরণের প্রশিক্ষণ সবাইকে দেওয়া হোক।