আন্তর্জাতিক মহড়ায় যোগ দিতে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্রজয়। রোববার দুপুরে চট্টগ্রামে নৌ-বাহিনীর জেটি ছেড়ে যায় জাহাজটি। নৌ-বাহিনীর ঐতিহ্য অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানানো হয়। এসময় নৌ-বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজটির নাবিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে নৌ-বাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী সমুদ্রজয়ের নাবিক ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, পাকিস্তানের করাচিতে আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘এক্সারসাইজ আমান-২০২৫’ নামে আন্তর্জাতিক এই মহড়া অনুষ্ঠিত হবে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাকিস্তানে অনুষ্ঠিতব্য এ মহড়ায় সমুদ্রজয়ের অধিনায়ক ক্যাপ্টেন মো.

শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৪ জন নৌ সদস্য অংশ নেবেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের নৌ-বাহিনীর জাহাজ ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক এবং সমর বিশারদরা অংশ নেবেন। 

পাকিস্তানে যাবার পথে বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ সমুদ্রজয় শ্রীলঙ্কার কলম্বো এবং মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে। এর আগে, ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও বাংলাদেশ নৌ-বাহিনী পাকিস্তানে ‘এক্সারসাইজ-আমান’ এ অংশ নিয়েছিল।

উৎস: Samakal

কীওয়ার্ড: মহড়

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ