রূপগঞ্জে অনুপ্রবেশকারী ঠেকাতে বিএনপির প্রতিবাদ মিছিল
Published: 27th, January 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপিতে অনুপ্রবেশকারী ঠেকাতে প্রতিবাদ মিছিল করেছে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার সকালে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল করা হয়।
মিছিলটি কাঞ্চন পৌর বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, কাঞ্চন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ মিয়া, যুগ্ম আহবায়ক রোকন মিয়া, যুবদল নেতা শাহীন মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল্লা মোল্লা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া, কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, সহ-সভাপতি শওকত ওসমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তাই আওয়ামী সন্ত্রাসী যেন বিএনপির কোন নেতাকর্মীদের প্রলোবন দেখিয়ে দলে প্রবেশ করতে না পারে সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
অন্যথায় তারা বিএনপিতে প্রবেশ করে দলের সুনাম নষ্ট করবে। তাই কোন ভাবেই আওয়ামী দোষরদের বিএনপিতে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা তাদের মদদ দেবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বিএনপি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।