নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপিতে অনুপ্রবেশকারী ঠেকাতে প্রতিবাদ মিছিল করেছে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার সকালে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল করা হয়।

মিছিলটি কাঞ্চন পৌর বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, কাঞ্চন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ মিয়া, যুগ্ম আহবায়ক রোকন মিয়া, যুবদল নেতা শাহীন মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল্লা মোল্লা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া, কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, সহ-সভাপতি শওকত ওসমান প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তাই আওয়ামী সন্ত্রাসী যেন বিএনপির কোন নেতাকর্মীদের প্রলোবন দেখিয়ে দলে প্রবেশ করতে না পারে সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

অন্যথায় তারা বিএনপিতে প্রবেশ করে দলের সুনাম নষ্ট করবে। তাই কোন ভাবেই আওয়ামী দোষরদের বিএনপিতে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা তাদের মদদ দেবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বিএনপি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ