রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন ট্রেন যাত্রীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রংপুর স্টেশনে এসে ট্রেন বন্ধের খবর শুনে যাত্রীরা হতাশ হয়ে ফিরে গেছেন নিজেদের বাড়িতে। অনেকে বিকল্প ব্যবস্থায় গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

আজ সকালে রংপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, অনেক যাত্রী আগে থেকে ট্রেন চলাচলের খবর জানতে না পেরে স্টেশনে আসেন। তারা দীর্ঘক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করেন। পরে তারা ফিরে যান।

আরো পড়ুন:

যানজটে নাকাল বগুড়াবাসী

‘কত সাংবাদিকই ছবি তুইল্লা নিছে ব্রিজ হইলো কই?’

রংপুর নগরীর তাজহাট এলাকার গৃহবধূ উর্মি আক্তার তার বাবার বাড়ি পার্বতীপুর যাওয়ার জন্য শিশু সন্তানকে নিয়ে স্টেশনে এসেছিলেন। প্রায় আধঘণ্টা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষার পর তিনি ফিরে যান।

শিক্ষার্থী বাবু, আশিক, নজরুল শ্যামপুর যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন। আশিক বলেন, “আগে থেকে ট্রেন বন্ধের কথা জানতাম না। এখন বিকল্প উপায়ে শ্যামপুরে যাওয়ার চেষ্টা করব। স্টেশনে এসে অনেক্ষণ অপেক্ষা করেছি। হাতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।”

কারমাইকেল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, তিনি বাড়ি যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন। ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তাই ফিরে যাচ্ছেন। 

রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শংকর গাঙ্গুলী বলেন, “রংপুর থেকে ১৪টি লোকাল ও আন্তঃনগর ট্রেন চলাচল করে। আজ সকাল থেকে কোনো ট্রেন ছাড়েনি। গতকাল সোমবার রাত ১২টার আগে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো গন্তব্যে পৌঁছাচ্ছে। এরপর আর কোনো ট্রেন চলাচল করবে না।”

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বন ধ র র জন য

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ