গণঅধিকার কর্মীকে মারধরে অভিযোগ মিথ্যা, দাবি বিএনপির
Published: 29th, January 2025 GMT
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার দলের এক কর্মীর ওপর হামলা চালানো হয়ে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে। সেখানে তিনি, তার দলের কর্মীকে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর ও পৌর যুবদলের সভাপতি তাইজুল শেখ নেতৃত্বে ৩০-৪০ জন মারধর করেছেন বলে অভিযোগ তোলেন। তবে এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছে বিএনপি। আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারের পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন মারধরের অভিযোগের প্রতিবাদ জানান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সদস্য সচিব এমদাদ মোল্লা। তিনি বলেন, টুঙ্গিপাড়া গণঅধিকার পরিষদের কর্মী দাবি করা সাকিব শেখ এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। টুঙ্গিপাড়ায় তিনি একজন ছিনতাইকারী, চুরি, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন সময় আমাদের দলেও আসতে চেয়েছিল কিন্তু তাকে আমরা নেইনি। তাকে আওয়ামী লীগের সঙ্গেও দেখা গেছে। আর এখন তাকে গণঅধিকারের কর্মী বলা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘তাকে মারধরের বিষয় বিএনপি বা সহযোগী সংগঠনের নেতারা কিছু জানেন না। যখন তাকে মারধরের ঘটনা ঘটেছে তখন টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর শেখ ইউএনও অফিসে ছিলেন। পরে খোঁজ নিয়ে জেনেছি, মাদক ব্যবসা নিয়ে ঝামেলার কারণে সাকিবকে কে বা কারা মারধর করেছে। তাই টুঙ্গিপাড়া বিএনপির সহযোগী সংগঠনের নেতাদের জড়িয়ে সাবেক ভিপি নুরুল হক নুর তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক জিহাদুল ইসলাম বাবু, ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, পাটগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন মোল্লা, টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর, পৌর যুবদলের আহ্বায়ক ডা.
উল্লেখ্য গত ২৭ জানুয়ারি রাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক পেজে লেখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর ছোট ভাই টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর ও পৌর যুবদলের সভাপতি তাইজুল শেখ নেতৃত্বে ৩০-৪০ জন গণঅধিকার পরিষদের কর্মী সাকিব শেখকে (২৪) পিটিয়ে জখম ও আহত করে ডাস্টবিনের কাছে ফেলে যান।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ প লগঞ জ ব এনপ ম রধর ব এনপ র স র কর ম ম রধর
এছাড়াও পড়ুন:
হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতাল ছাড়েন।
আরো পড়ুন:
নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক
গণঅধিকারের সমাবেশে বিভিন্ন দলের নেতা: জাতীয় পার্টিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি জানিয়ে বলেন, “নুরুল হক নুরকে হাসপাতালের ভিআইপি কেবিন-১ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরে বিকেল পোনে ৫টার দিকে অ্যাম্বুলেন্সে করে তিনি নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন।”
এর আগে গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন রাত সোয়া ৯টার দিকে সংঘর্ষ হয়, এতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
নুরুল হক নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি প্রায় ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা/এসবি