চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের নাটকীয় শেষ রাউন্ড অনুষ্ঠিত হয়ে গেল বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) রাতে। নতুন কাঠামো অনুযায়ী ৩৬ দল থেকে শীর্ষ আট দল সরাসরি স্থান করে নিয়েছে সেরা ষোলোতে।দুর্দান্ত কিছু সমীকরণ মিলিয়ে পরের ১৬টি দল জায়গা করে নিয়েছে প্লে-অফে। আর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘন্টা বেজে গিয়েছে ১২টি দলের।

বুধবারে চয়াম্পিয়নস লিগের নানান সমীকরন মেলানোর রাতে নিশ্চিত হয়েছে কোন দলগুলো ৯তম স্থান থেকে ২৪তম স্থানে থাকবে। এই ১৬টি দলই খেলবে প্লে-অফে। সেখান থেকে দুই লেগের মুখোমুখি লড়াই জিতে স্থান করে নিবে সেরা ষোলোতে।

স্বাভাবিকভাবেই এবার নকআউট পর্বের ড্রয়ের জন্য অপেক্ষা। বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে প্লে-অফ পর্বের ড্র। শেষ ষোলোর ড্র হবে প্লে-অফ পর্ব শেষে।

আরো পড়ুন:

বিরতির পরের নাটকীয়তায় প্লে-অফে সিটি

চ্যাম্পিয়নস লিগে ১৮ ম্যাচের মহারণ, দলগুলোর শেষ সমীকরণ

বুধবার রাতে প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকা চূড়ান্ত হওয়ার পরেই অবশ্য দলগুলো জেনে গেছে প্লে-অফ বা শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষদের নাম। এবার লিগ পর্বের পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতেই কে কার মুখোমুখি হবে, সেটি নির্ধারিত হবে। তবে এক্ষেত্রে একটি নয়, সব দলেরই সম্ভাব্য প্রতিপক্ষ দুটি করে। প্লে-অফে জায়গা পাওয়া ১৬ দলের মধ্যে পয়েন্ট তালিকার ৯ থেকে ১৬ নম্বরকে নির্ধারন করা হয়েছে বাছাই দল হিসেবে। অন্যদিকে ১৭ থেকে ২৪ নম্বর দল গুলো আছে অবাছাই হিসেবে। প্লে-অফে বাছাই দলগুলো খেলবে অবাছাই দলগুলোর বিপক্ষে।

এবারের প্লে-অফের নিয়ম অনুযায়ী ৯ ও ১০ নম্বরে থাকা দল প্লে-অফে পাবে ২৩ বা ২৪ নম্বর দলকে। এভাবে ১১/১২ খেলবে ২১ বা ২২, ১৩/১৪ খেলবে ১৯ বা ২০ ও ১৫/১৬ খেলবে ১৭ বা ১৮ নম্বর দলের বিপক্ষে। আগামীকাল ড্রতে নির্ধারিত হবে কে কোন দলের বিপক্ষে।

ড্রয়ের এমন নিয়মের কারণেই ম্যানচেস্টার সিটি যেমন জেনে গেছে, প্লে-অফে তাদের প্রতিপক্ষ হয় রিয়াল মাদ্রিদ, নয় বায়ার্ন মিউনিখ। পয়েন্ট টেবিলে রিয়ালের অবস্থান ১১, ১২ নম্বরে আছে বায়ার্ন। খাদের কিনারা থেকে ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করা সিটি আছে ২২ নম্বরে। ফলে বর্তমান চ্যাম্পিয়নের বাদ পড়ে যাওয়ার আশংকা আছে প্লে-অফেই। তাছাড়া বায়ার্ন ও সিটিও আসর টির সাবেক শিরোপাধারী। অন্যদিকে  ২১ নম্বর হওয়া সেল্টিকও প্লে-অফে রিয়াল অথবা বায়ার্নকে পেতে পারে। ড্রতে নির্ধারিত হবে বিষয়গুলো।

শেষ ষোলোতে সরাসরি ওঠা আটটি দলও সম্ভাব্য চার প্রতিপক্ষের নাম জেনে গেছে। যেমন পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল লিভারপুল ও বার্সেলোনা শেষ ষোলোতে খেলবে পয়েন্ট তালিকার ১৫ থেকে ১৮ নম্বর হওয়া চার দল পিএসজি, বেনফিকা, মোনাকো কিংবা ব্রেস্তের বিপক্ষে। এটাও নির্ধারিত হয়ে গেছে যে শীর্ষ দুই দল লিভারপুল ও বার্সেলোনার ফাইনালের আগে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

প্লে-অফে সম্ভাব্য প্রতিপক্ষ
পিএসজি/বেনফিকা—মোনাকো/ব্রেস্ত
আতালান্তা/ডর্টমুন্ড—স্পোর্তিং/ব্রুগা
রিয়াল মাদ্রিদ/বায়ার্ন—সেল্টিক/ম্যান সিটি
এসি মিলান/পিএসভি—ফেইনুর্ড/জুভেন্টাস
শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ
লিভারপুল/বার্সেলোনা—পিএসজি/বেনফিকা/মোনাকো/ব্রেস্ত
লিল/অ্যাস্টন ভিলা—আতালান্তা/ডর্টমুন্ড/স্পোর্তিং/ব্রুগা
আতলেতিকো/লেভারকুসেন—রিয়াল মাদ্রিদ/বায়ার্ন/সেল্টিক/ম্যান সিটি
আর্সেনাল/ইন্টার মিলান—এসি মিলান/পিএসভি/ফেইনুর্ড/জুভেন্টাস

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ চ য ম প য়নস ল গ পর ব র দলগ ল

এছাড়াও পড়ুন:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে ছয় ক্যাটাগরির এ নিয়োগে মোট পদ ১৭১টি। এ নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন। ৩০ অক্টোবর আবেদন শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা

১. পরিসংখ্যানবিদ: ৫টি

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. স্বাস্থ্য সহকারী: ১৩৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

৪. স্টোরকিপার: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. গাড়িচালক: ৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. অফিস সহায়ক: ১০টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বিস্তারিত তথ্য মিলবে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫

বয়সসীমা: ২৯/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর হতে হবে। একই সময়ে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে আবেদনকারী প্রার্থীর। সরকারি বিধিবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

আবেদন শুরু: ৩০/১০/২০২৫ খ্রি. সকাল ১০ ঘটিকা

আবেদনের শেষ তারিখ: ১৯/১১/২০২৫ খ্রি. বিকেল ৫ ঘটিকা

ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন জমাদানের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।

আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আবেদন ফি

ক্রমিক নং ১ থেকে ৫ পর্যন্ত পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।

ক্রমিক নং ৬ পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।

পরীক্ষার তথ্য: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।

আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১