স্ত্রী-ছেলেসহ শাজাহান খানের বিরুদ্ধে তিন মামলা দুদকের
Published: 2nd, February 2025 GMT
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই ধরনের অভিযোগে শাজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম এবং তাদের ছেলে আসিবুর রহমানের নামেও আলাদা মামলা হয়েছে।
রোববার দুদকের প্রধান কার্যালয়ের অনুসন্ধান কর্মকর্তারা কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাগুলো করেন বলে ব্রিফিংয়ে জানিয়েছেন দুদক মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন।
এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক। অনুসন্ধানে তাঁর নামে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৭১ লাখ টাকার সম্পদ পেয়েছে সংস্থাটি।
এজাহারে বলা হয়, শাজাহান খান ক্ষমতার অপব্যবহার করে ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁর নামে ৯টি ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
শাজাহান খান ক্ষমতার অপব্যবহার করে অর্জিত সম্পদের একটি অংশ স্ত্রীর নামে রেখেছেন। সৈয়দা রোকেয়া বেগম চাকরি বা ব্যবসা না করেও ৪ কোটি ৪৭ লাখ টাকার সম্পদের মালিক হয়েছেন। একইভাবে ছেলে আসিবুর রহমানের নামে ৯ কোটি ৮৯ লাখ টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।