কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প
Published: 4th, February 2025 GMT
কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির কাছ থেকে সীমান্ত সুরক্ষা বৃদ্ধি ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি পাওয়ার পর গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) এক মাসের জন্য শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দেন তিনি। খবর রয়টার্স ও এএফপির।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের সঙ্গে ফোনালাপের শুল্ক আরোপ স্থগিত করেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের শর্তানুযায়ী সীমান্তে নতুন প্রযুক্তি ও অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করতে সম্মত হয়েছে কানাডা। পাশাপাশি, সংগঠিত অপরাধ, ফেন্টানিল চোরাচালান এবং অর্থপাচারের বিরুদ্ধে যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে।
আরো পড়ুন:
নতুন ভিসা পদ্ধতি চালু করতে যাচ্ছে মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
অন্যদিকে অবৈধ অভিবাসন ও মাদকের প্রবাহ নিয়ন্ত্রণে মেক্সিকো তাদের উত্তর সীমান্তে ১০ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করবে বলে জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রও মেক্সিকোতে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র চোরাচালান রোধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম।
দুই নেতার সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, আগামী এক মাসের মধ্যে কানাডা ও মেক্সিকোর সঙ্গে নতুন অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। নব্বই দশকের মুক্তবাণিজ্য চুক্তির পর থেকে এই দেশগুলোর অর্থনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে আছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হলো, সব মার্কিনের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমি ঠিক সেটাই করছি। আমি এই প্রাথমিক ফলাফলে খুবই সন্তুষ্ট।’
মেক্সিকো ও কানাডার সঙ্গে এই সমঝোতা আপাতত সম্ভাব্য একটি বাণিজ্যযুদ্ধ ঠেকিয়ে দিয়েছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির ক্ষতি করতে পারত এবং ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দিত বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
তবে, চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল রেখেছেন ট্রাম্প। এর ফলে আজ মঙ্গলবার থেকে চীনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে চলতি সপ্তাহের শেষের দিকে কথা বলবেন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ল ক আর র ওপর
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।