নতুন মামলায় আবার গ্রেপ্তার শাজাহান ওমর, মামুন ও আসাদুজ্জামান
Published: 5th, February 2025 GMT
আরও একটি হত্যা মামলায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাজাহান ওমরসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অপর দুজন হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া।
মুহাম্মদ শাহজাহান ওমর বিএনপির সাবেক নেতা। তিনি দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, আজ বুধবার সকাল ৯টার দিকে আদাবর থানায় করা রুবেল হত্যা মামলায় শাজাহান ওমর, চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ও আসাদুজ্জামান মিয়াকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ২১ নভেম্বর শাজাহান ওমর ঝালকাঠি থেকে গ্রেপ্তার হন। পরে তাঁকে রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অন্যদিকে গত ১২ সেপ্টেম্বর গ্রেপ্তার হন আছাদুজ্জামান মিয়া।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ জ হ ন ওমর
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫