আওয়ামী লীগ আমলে ক্যাম্পাসে সহপাঠীদের মারধরসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ২২ জন শিক্ষার্থীর শাস্তির মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ অক্টোবর তাদের ক্যাম্পাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল গঠিত আপিল বিভাগ গত মঙ্গলবার নতুন করে শাস্তি বৃদ্ধির এই সিদ্ধান্ত নেয়। আজ বৃহস্পতিবার তা গণমাধ্যমের হাতে আসে। শাস্তিপ্রাপ্তরা চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, অক্টোবরে ৭৫ জনকে শাস্তি দেওয়া হয়েছিল। এরপর শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৪৭ জন শাস্তি কমানোর জন্য আপিল করেন। এ ছাড়া কয়েকজন অভিযুক্তের শাস্তি কম হয়েছে দাবি করে ভুক্তভোগী বাদীরাও আপিল করেন। একাডেমিক কাউন্সিলের আপিল বোর্ড শুনানি গ্রহণ করে পরবর্তী সময়ে ২৪ জনের শাস্তি কমিয়েছে। তাঁরা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। তবে তাঁরা আবাসিক সুবিধা পাবেন না। একজনকে পুরোপুরি ক্ষমা করা হয়েছে। তিনি একাডেমিক এবং আবাসন সুবিধাও পাবেন।

জসিম উদ্দিন আরও বলেন, ২২ জনের শাস্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাঁচ বছর শাস্তিপ্রাপ্তরা হলেন অভিজিত দাশ, আসেফ বিন তাকি ও রিয়াজুর ইসলাম। এ ছাড়া এক বছরের জন্য এক ছাত্রকে, দুই বছরের জন্য ১০ জনকে এবং তিন বছর পর্যন্ত বহিষ্কার করা হয়েছে আটজনকে। আগে তাদের সর্বোচ্চ দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক ড ম ক র জন য র র জন বছর র

এছাড়াও পড়ুন:

অপেক্ষায় সৌমি

শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। 

সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। 

সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। 

সম্পর্কিত নিবন্ধ