চট্টগ্রাম মেডিকেল কলেজের ২২ শিক্ষার্থীর শাস্তির মেয়াদ বৃদ্ধি
Published: 6th, February 2025 GMT
আওয়ামী লীগ আমলে ক্যাম্পাসে সহপাঠীদের মারধরসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ২২ জন শিক্ষার্থীর শাস্তির মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ অক্টোবর তাদের ক্যাম্পাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল গঠিত আপিল বিভাগ গত মঙ্গলবার নতুন করে শাস্তি বৃদ্ধির এই সিদ্ধান্ত নেয়। আজ বৃহস্পতিবার তা গণমাধ্যমের হাতে আসে। শাস্তিপ্রাপ্তরা চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, অক্টোবরে ৭৫ জনকে শাস্তি দেওয়া হয়েছিল। এরপর শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৪৭ জন শাস্তি কমানোর জন্য আপিল করেন। এ ছাড়া কয়েকজন অভিযুক্তের শাস্তি কম হয়েছে দাবি করে ভুক্তভোগী বাদীরাও আপিল করেন। একাডেমিক কাউন্সিলের আপিল বোর্ড শুনানি গ্রহণ করে পরবর্তী সময়ে ২৪ জনের শাস্তি কমিয়েছে। তাঁরা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। তবে তাঁরা আবাসিক সুবিধা পাবেন না। একজনকে পুরোপুরি ক্ষমা করা হয়েছে। তিনি একাডেমিক এবং আবাসন সুবিধাও পাবেন।
জসিম উদ্দিন আরও বলেন, ২২ জনের শাস্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাঁচ বছর শাস্তিপ্রাপ্তরা হলেন অভিজিত দাশ, আসেফ বিন তাকি ও রিয়াজুর ইসলাম। এ ছাড়া এক বছরের জন্য এক ছাত্রকে, দুই বছরের জন্য ১০ জনকে এবং তিন বছর পর্যন্ত বহিষ্কার করা হয়েছে আটজনকে। আগে তাদের সর্বোচ্চ দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এক ড ম ক র জন য র র জন বছর র
এছাড়াও পড়ুন:
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা।
ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা/রায়হান/ইভা