আর ১১ দিন পরেই চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের সেই বৈশ্বিক টুর্নামেন্টের আগে মূল আয়োজক পাকিস্তানে আজ থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় এক ওয়ানডে টুর্নামেন্ট। পাকিস্তান ছাড়াও যে টুর্নামেন্টে আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট ফিরিয়ে এনেছে প্রায় ভুলতে বসা ‘ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ’ কথাটা।

এবারের আগে সর্বশেষ কবে ত্রিদেশীয় সিরিজ হয়েছে মনে আছে? একটু সাহায্য করা যাক। ওয়ানডেতে বাংলাদেশের পুরুষ দলের নামের পাশে ‘চ্যাম্পিয়ন’ শব্দটা যে সেই একবারই বসেছে।

হ্যাঁ, ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত সেই ত্রিদেশীয় সিরিজই সর্বশেষ তিন জাতি ওয়ানডে টুর্নামেন্ট হয়েছিল। বাংলাদেশ ও আয়ারল্যান্ড ছাড়াও টুর্নামেন্টে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ডাবলিনের মালাহাইডে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর গত ছয় বছরে টি-টোয়েন্টির চাপে হারিয়ে গিয়েছিল ত্রিদেশীয় সিরিজ।

অথচ একটা সময় অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে নিয়মিতই বসত তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। ওয়ানডে ইতিহাসে এ পর্যন্ত ১২১টি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হয়েছে। এর ৫৫টিই হয়েছে এই দুই দেশে—অস্ট্রেলিয়ায় ৩১টি ও আমিরাতে ২৪টি।

সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি

ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম  সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন। 

এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার  ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত  উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে  চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ  পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি,  এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম  জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ