শিবিরকর্মী হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য নদভীর দুই দিন রিমান্ড
Published: 9th, February 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হওয়ার মামলায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভীকে পাঁচলাইশ থানার হত্যা মামলাটিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। পরে তাঁকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, গত বছরের ১৬ জুলাই নগরের পাঁচলাইশ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহত হয়ে মারা যান নগরের এম ইএস কলেজের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী ফয়সাল আহমেদ। এ ঘটনায় করা হত্যা মামলায় নদভীকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৫ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেখানে ঢাকার একটি মামলায় গ্রেপ্তার তাঁকে দেখানো হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ র কর
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।