ভোলায় ‘ডেভিল হান্ট’ অপারেশনের আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক হয়েছেন। গতকাল বোরবার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হকের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার রাত ১১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মো.

রফিকুল ইসলাম, মো. সুজন মাতাব্বর, ফেরদৌস আহমেদ, রুহুল আমিন মোল্লা, ইসমাইল মোল্লা, এটিএম সিরাজুল আলম, আব্বাস কারী, মো. ফরিদ দালাল, জামাল উদ্দিন, মো. সামসুদ্দিন পালোয়ান, মো. ফরিদ শনি, মফিজুল ইসলাম, মো. মানিক মেম্বার, ও আবদুর রউফ। তাদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ আটক

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ