সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তাঁর দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শাহজাদপুর চৌকি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহজাদপুর চৌকি আদালতের পরিদর্শক আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, মারামারি ও বিস্ফোরক আইনের দুটি মামলায় তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলা দুটি গত বছরের ১৮ ও ১৯ ডিসেম্বর করা হয়েছিল।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী প্রথম আলোকে বলেন, চয়ন ইসলাম ও তাঁর স্ত্রী জোসনা খানমকে দুটি মামলায় আজ আদালতে পাঠানো হয়। তবে মামলায় জোসনা খানমের নাম না থাকলেও সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত রোববার রাতে আত্মগোপনে থাকা চয়ন ইসলাম ও তাঁর স্ত্রী জোসনা খানমকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সোমবার রাতে তাঁকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়। শাহজাদপুর থানা-পুলিশ তাঁদের আজ আদালতে হাজির করেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ