সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ ও তাঁর ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
Published: 11th, February 2025 GMT
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি কামাল আহমেদের স্ত্রী শাহিদা কামালের সম্পদের বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুদক।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো.
আর শাহেদ আহমেদের প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে শাহেদ আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় ছেলের সঙ্গে বাবা কামাল আহমেদকেও আসামি করা হয়েছে।
আরও পড়ুনকামাল মজুমদারের অস্থাবর সম্পদ বেড়েছে সাত গুণ, ২১ মামলা থেকে অব্যাহতি০৭ ডিসেম্বর ২০২৩উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ম ল আহম দ আহম দ র
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।