আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসর বসেছিল ২০১৭ সালে। পরবর্তী আসর ২০২১ সালে হওয়ার কথা থাকলেও হয়নি। তার পরিবর্তে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘ ৮ বছর পর আবার মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা আটটি দল লড়বে শ্রেষ্ঠত্বের লড়াই। চ্যাম্পিয়নস ট্রফির মতো আইসিসি ইভেন্টে খেলার স্বপ্ন দেখেন প্রত্যেক তারকাই। কিন্তু দুর্ভাগ্যকে সঙ্গী করে ইনজুরির কারণে মর্যাদার এই আসরে খেলা হচ্ছে না বেশ কিছু তারকা ক্রিকেটারদের। তাদের নিয়েই এই আয়োজন।

আফগানিস্তান:
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষের সিরিজে আলো ছড়িয়েছিলেন আফগানিস্তানের রহস্যময় স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফার। তাকে ধরা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের ট্রাম্প কার্ড। কিন্তু ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন তিনি।

অস্ট্রেলিয়া:
চ্যাম্পিয়নস ট্রফির আগে ইনজুরি সমস্যায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। তাদের সবচেয়ে বেশি সংখ্যক তারকা খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। সেই তালিকায় প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের মতো তারকারা আছেন। এছাড়া ব্যক্তিগত কারণে মিচেল স্টার্ক, ওয়ানডে থেকে হঠাৎ অবসর নিয়ে মার্কাস স্টয়েনিস ও পিঠের ইনজুরিতে নেই মিচেল মার্শের মতো তারকা।

আরো পড়ুন:

বড় হারে ইংল্যান্ড হোয়াইটওয়াশ

গিল-আয়ার-কোহলির ব্যাটে তৃতীয় ওয়ানডেতে ভারতের রান পাহাড়

ইংল্যান্ড:
ইনজুরিতে ইংল্যান্ডও তাদের একজনকে পাচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফিতে। আর তিনি হলেন তরুণ তুর্কি জ্যাকব বেথেল। চলমান ভারত সফরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। আর সেই ইনজুরি তাকে ছিটকে দিলো চ্যাম্পিয়নস ট্রফি থেকে।

ভারত:
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাসপ্রিত বুমরাহর। বিশ্বসেরা এই পেসার ভারতের জন্য ট্রাম্প কার্ড হতে পারতেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরে পিঠের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন তিনি। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে ভারত। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) তাকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ দেয় ভারত।

নিউ জিল্যান্ড:
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় ইনজুরিতে পড়েছে নিউ জিল্যান্ডের। তবে তাদের আশা এখনও ছেড়ে দেয়নি কিইউরা। আইএল টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তারকা পেসার লোকি ফার্গুসন। এরপর শনিবার (০৮ ফেব্রুয়ারি, ২০২৫) ক্যাচ ধরতে গিয়ে কপাল কেটে ইনজুরিতে পড়েন তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। এরপর তিনি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি। তার জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবে ব্ল্যাক ক্যাপসরা।

পাকিস্তান:
আয়োজক পাকিস্তানও শেষ মুহূর্তে ইনজুরির ধাক্কা খেয়েছে। তাদের পেসার হারিস রউফ চলমান ত্রিদেশীয় সিরিজে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন। তিনি আছেন ফিটনেস সংকটে। তার পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে খুশদীল শাহকে নেওয়া হয় দলে। শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকতে পারেন কিনা হারিস সেটাই দেখার বিষয়।

দক্ষিণ আফ্রিকা:
দক্ষিণ আফ্রিকা দলেও ইনজুরি সমস্যা রয়েছে। ইনজুরির কারণে তারা চ্যাম্পিয়নস ট্রফির দলে পায়নি তারকা পেসার অ্যানরিখ নরকিয়াকে। তার পরিবর্তে তারা দলে নেয় জেরাল্ড কোয়েৎজেকে। কিন্তু তিনিও পরে গ্রোইন ইনজুরিতে পড়েন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইনজ র ত

এছাড়াও পড়ুন:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে ছয় ক্যাটাগরির এ নিয়োগে মোট পদ ১৭১টি। এ নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন। ৩০ অক্টোবর আবেদন শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা

১. পরিসংখ্যানবিদ: ৫টি

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. স্বাস্থ্য সহকারী: ১৩৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

৪. স্টোরকিপার: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. গাড়িচালক: ৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. অফিস সহায়ক: ১০টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বিস্তারিত তথ্য মিলবে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫

বয়সসীমা: ২৯/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর হতে হবে। একই সময়ে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে আবেদনকারী প্রার্থীর। সরকারি বিধিবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

আবেদন শুরু: ৩০/১০/২০২৫ খ্রি. সকাল ১০ ঘটিকা

আবেদনের শেষ তারিখ: ১৯/১১/২০২৫ খ্রি. বিকেল ৫ ঘটিকা

ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন জমাদানের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।

আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আবেদন ফি

ক্রমিক নং ১ থেকে ৫ পর্যন্ত পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।

ক্রমিক নং ৬ পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।

পরীক্ষার তথ্য: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।

আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১