চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে ৫০ ওভারের কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। সেন্টার উইকেটে কেবল ম্যাচ সিনারি ও প্র্যাকটিস হয়েছে দু’দিন। এই অল্প প্রস্তুতি পুঁজি করে দুবাই গেছে বাংলাদেশ। যেখানে ২০ ফেব্রুয়ারি ভারতের মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা।
তারই মহড়া দিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তান শাহিনের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলবে ৫০ ওভারের একমাত্র গা-গরমের ম্যাচ। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম দুবাই থেকে গতকাল জানান, বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।
মূলত ব্যাটারদের পরখ করে দেখবেন কোচ ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বেশির ভাগ ক্রিকেটারকে দেখে ফেলেছেন তিনি। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় চোটের কারণে সিরিজটি মিস করায় শাহিনের বিপক্ষে দেখার সুযোগ পাবেন কোচ। মুশফিক ও শান্তর জায়গা ঠিক থাকলেও হৃদয়কে নিয়ে নতুন করে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ, মেহেদী হাসান মিরাজ চার নম্বরে খেলে নিজের সক্ষমতার ছাপ রেখেছেন।
সমকালকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চার নম্বর পজিশনেই ব্যাট করতে চান। সে ক্ষেত্রে প্রথম পাঁচ ব্যাটারের জায়গা মোটামুটি পাকা। ছয় বা সাত নম্বরেও হৃদয়কে পরখ করে দেখতে পারেন কোচ ফিল সিমন্স। মাহমুদউল্লাহ রিয়াদের খেলাও নিশ্চিত। সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের জন্য ওপেনিং স্লট পাকা। ব্যাটিংয়ের বাইরে বোলিংয়েও একটু দেখার আছে। তানজিম হাসান সাকিবের জায়গায় মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারেন কোচ। কারণ, মূল ম্যাচে তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে রেখে তৃতীয় পেসার ঠিক করতে পারে টিম ম্যানেজমেন্ট।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম
উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।
এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ঢাকা/রায়হান/রফিক