Samakal:
2025-09-17@22:30:25 GMT

দুবাইয়ে আজ ভারত ম্যাচের মহড়া

Published: 17th, February 2025 GMT

দুবাইয়ে আজ ভারত ম্যাচের মহড়া

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে ৫০ ওভারের কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। সেন্টার উইকেটে কেবল ম্যাচ সিনারি ও প্র্যাকটিস হয়েছে দু’দিন। এই অল্প প্রস্তুতি পুঁজি করে দুবাই গেছে বাংলাদেশ। যেখানে ২০ ফেব্রুয়ারি ভারতের মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। 

তারই মহড়া দিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তান শাহিনের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলবে ৫০ ওভারের একমাত্র গা-গরমের ম্যাচ। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম দুবাই থেকে গতকাল জানান, বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

মূলত ব্যাটারদের পরখ করে দেখবেন কোচ ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বেশির ভাগ ক্রিকেটারকে দেখে ফেলেছেন তিনি। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় চোটের কারণে সিরিজটি মিস করায় শাহিনের বিপক্ষে দেখার সুযোগ পাবেন কোচ। মুশফিক ও শান্তর জায়গা ঠিক থাকলেও হৃদয়কে নিয়ে নতুন করে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ, মেহেদী হাসান মিরাজ চার নম্বরে খেলে নিজের সক্ষমতার ছাপ রেখেছেন। 

সমকালকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চার নম্বর পজিশনেই ব্যাট করতে চান। সে ক্ষেত্রে প্রথম পাঁচ ব্যাটারের জায়গা মোটামুটি পাকা। ছয় বা সাত নম্বরেও হৃদয়কে পরখ করে দেখতে পারেন কোচ ফিল সিমন্স। মাহমুদউল্লাহ রিয়াদের খেলাও নিশ্চিত। সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের জন্য ওপেনিং স্লট পাকা। ব্যাটিংয়ের বাইরে বোলিংয়েও একটু দেখার আছে। তানজিম হাসান সাকিবের জায়গায় মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারেন কোচ। কারণ, মূল ম্যাচে তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে রেখে তৃতীয় পেসার ঠিক করতে পারে টিম ম্যানেজমেন্ট।

.