চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দল নিয়ে দেশ ছাড়ার আগে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। বলে গেছেন, চ্যাম্পিয়ন হতে চান। অনেকেরই নিশ্চয়ই এই কথা বিশ্বাস হয়নি। কেউ কেউ হয়তো হেসেছেনও।

তবে বাংলাদেশের বাইরেও এমন একজন আছেন, যিনি নাজমুলদের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দেখছেন—ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিশেষ আয়োজনে এ কথা বলেছেন তিনি।

আরও পড়ুনদেখে নিন চ্যাম্পিয়নস ট্রফির সূচি২ ঘণ্টা আগে

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে, ডার্ক হর্স কে, সর্বোচ্চ রান করতে পারেন কে—সাবেক ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যকারদের নিয়ে নিজেদের ইউটিউব চ্যানেলে এসব ভবিষ্যদ্বাণীর আয়োজন করেছে ক্রিকবাজ। সেখানে বাংলাদেশকে নিয়ে আশার কথা বলেছেন মুরালি কার্তিক।

ভারতের সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ