২২ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের অনঢ় অবস্থান
Published: 18th, February 2025 GMT
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের স্বৈরাচারী মনোভাব ও আওয়ামী ফ্যাসিস্টদের পুর্নবাসনের অপতৎপরতার প্রতিবাদে এবং ২২ দফা দাবি আদায়ে অনঢ় অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় ক্লাস রুম ও আবাসিক হল সঙ্কট নিরসনে বাজেট আনতে ব্যর্থ হওয়া, শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মিথ্যা মামলা দেওয়া, সন্ত্রাসী ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার প্রতিবাদ জানানো হয়। এসব বিষয় সমাধানসহ আগে ঘোষণা করা ২২ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ববি প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের কারণে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এছাড়া আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। অন্যদিকে সন্ত্রাসী ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার না করে উল্টো আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দিয়েছে ববি প্রশাসন। এতে ভূক্তভোগী শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বক্তারা আরো বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ সব দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। অন্যথায় ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দাবি আদায় করে নেবে।
অন্যদের মাঝে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম শাহেদ প্রমুখ।
ঢাকা/মাসুদ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।