ভারত–পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানের উপহার, মুক্তি পেলেন ২২ ভারতীয় জেলে
Published: 23rd, February 2025 GMT
ভারত-পাকিস্তান ম্যাচ শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়! এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি ধাপও। এই যেমন এবারের চ্যাম্পিয়নস ট্রফির ভারত–পাকিস্তান ম্যাচের আগে ভারতকে পাকিস্তানের পক্ষ থেকে অন্য ধরনের উপহার দেওয়া হলো। কী সেই উপহার?
পাকিস্তানের জেলখানায় বন্দী ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। মাছ ধরতে গিয়ে পাকিস্তানি জলসীমায় প্রবেশ করায় আটক করা হয়েছিল এই জেলেদের। মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।
কাল দুবাইয়ে দলের অনুশীলন দেখতে এসে এই খবর জানিয়েছেন নাকভি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে অন্য বিষয় নিয়েও কথা বলেছেন পিসিবি প্রধান। কাল দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন নাকভি। অনুশীলনে না থাকায় সেখানে অবশ্য উপস্থিত ছিলেন না বাবর আজম।
জেলেদের মুক্তি দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে সাংবাদিকদের এক প্রশ্নে। লাহোরে কাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে কয়েক সেকেন্ড বাজানো হয়েছে ভারতের জাতীয় সংগীত। এ নিয়ে প্রশ্ন উঠতেই নাকভি বলেন, ‘টুর্নামেন্ট আইসিসি আয়োজন করছে।’ সঙ্গে তিনি যোগ করে বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছি।’
দলের সঙ্গে আলোচনা করছেন মহসিন নাকভি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রপ্তানিকারকদের সুবিধা বাড়ল, বৈদেশিক মুদ্রার হিসাব থেকে সোয়াপ করে টাকা তোলা যাবে
রপ্তানিকারকদের সুবিধা বাড়ল। এখন থেকে রপ্তানিকারকেরা নিজেদের বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব থেকে সোয়াপের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ৩০ দিনের পুলে রক্ষিত বৈদেশিক মুদ্রা এবং রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবের বিপরীতে বৈদেশিক মুদ্রা-টাকা সোয়াপ চুক্তি করার অনুমোদন দেওয়া হয়েছে।
সোয়াপ কীসার্কুলার অনুসারে, আলোচ্য সোয়াপ চুক্তি বলতে একটি নির্দিষ্ট হারে ও মেয়াদে টাকার বিনিময়ে বৈদেশিক মুদ্রার স্পট ক্রয় এবং একই সঙ্গে একটি নির্ধারিত তারিখে পুনঃবিক্রয়ের ব্যবস্থাকে বোঝাবে। এ ক্ষেত্রে রপ্তানিকারকের নিজস্ব উৎসের বৈদেশিক মুদ্রা ব্যবহৃত হবে। সোয়াপের মেয়াদ ইআরকিউ তহবিলের ব্যবহারযোগ্য মেয়াদের বেশি হতে পারবে না এবং ৩০ দিনের পুল তহবিলের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিন মেয়াদি সোয়াপ করা যাবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, সোয়াপের হার নির্ধারণে বাজারভিত্তিক বা খরচভিত্তিক সুদ বা মুনাফার পার্থক্য বিবেচনায় নেওয়া যাবে। আলোচ্য সোয়াপ লেনদেনকে ঋণ বা অর্থায়ন সুবিধা হিসেবে গণ্য করা হবে না। সোয়াপের মাধ্যমে প্রাপ্ত টাকা শুধু রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য চলতি মূলধনের চাহিদা মেটাতে ব্যবহার করা যাবে। কোনো ফটকা উদ্দেশ্যে ওই অর্থ ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শিল্প খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের কারণে রপ্তানিকারকদের স্বল্পমেয়াদি তারল্য চাপ কমাতে সহায়তা করবে। এতে প্রচলিত রপ্তানি ঋণের ওপর নির্ভর না করেও প্রয়োজনীয় কার্যক্রম চালাতে পারবেন। পাশাপাশি এটি বাজারভিত্তিক বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকেও উৎসাহিত করবে।