ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে ১৪ হাজার ওয়ানডে রানের কীর্তি গড়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৪ হাজারের ঘরে ঢুকতে ১৫ রান দরকার ছিল কোহলির। হারিস রউফকে চার মেরে ওই কীর্তি গড়েন ডানহাতি ব্যাটার। 

কোহলি ১৪ হাজারের পথে ভেঙেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড। ১৪ হাজার রান করতে কোহলি নিয়েছেন ২৮৭ ইনিংস। মিডল অর্ডার ব্যাটার হিসেবে ক্যারিয়ার শুরু করা শচীন ওই মালইফলক স্পর্শ করেছিলেন ৩৫০ ইনিংসে। 

১৪ হাজার রান করা অন্য ব্যাটার লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। তিনি ৩৮০ ইনিংসের ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছেন ১৪ হাজার ২৩৪ রানে।

টেন্ডুলকার ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান করেছেন। ৪৯ ওয়ানডে সেঞ্চুরি আছে টেন্ডুলকারের। কোহলি এরই মধ্যে ৫০তম ওয়ানডে সেঞ্চুরি করে ফেলেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল ১৪ হ জ র র

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ