উচ্চ আদালতে খালাস পেলেন বিএনপি নেতা হাবিব, সাতক্ষীরায় আনন্দমিছিল
Published: 27th, February 2025 GMT
সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামের ১০ বছরের কারাদণ্ডের আদেশ বাতিল করে খালাসের রায় দিয়েছেন হাইকোর্ট। হাবিবুল ইসলামের খালাস পাওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকা সাতক্ষীরার তালা ও কলারোয়ায় আনন্দমিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
হাবিবুল ইসলামের করা রিভিশন আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ রায় ঘোষণা করেন। তবে মামলার অন্য আসামিদের রিভিশন আবেদনের শুনানি না হওয়ায় তাঁদের বিষয়ে উচ্চ আদালত কোনো রায় দেননি বলে জানিয়েছেন হাবিবুল ইসলামের পক্ষে শুনানি করা আইনজীবী মো.
রায়ের পর বিএনপি নেতা হাবিবুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর দোসররা পূর্বপরিকল্পিত ঘটনার ১২ বছর পর তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে সর্বোচ্চ শাস্তি দিয়েছিলেন। অথচ তিনি ঘটনাস্থলেই ছিলেন না। তিনি তখন ঢাকায় অবস্থান করছিলেন। মামলায় দীর্ঘ চার বছর কারান্তরিণ ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।
২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনার ১২ বছর পর কলারোয়া থানায় একটি মামলা হয়। মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামসহ ৫০ নেতা-কর্মীকে সর্বনিম্ন ৪ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেন সাতক্ষীরার একটি আদালত। মামলায় হাইকোর্টে রিভিশন আবেদন করেন হাবিবুল ইসলাম। রিভিশন শুনানি শেষে আজ খালাস পান হাবিবুল ইসলাম।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ ব ব ল ইসল ম র কল র য় ব এনপ
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক