চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে ইংল্যান্ডের। প্রথম দুই ম্যাচে হেরেছে ইংলিশরা— ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়িয়েছেন দলের অধিনায়ক জশ বাটলারও।  আজ শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাই তাদের পাওয়ার তেমন কিছু নেই।

তবে এই ম্যাচে অবশ্য চোখ থাকবে বাংলাদেশেরও। নিশ্চয়ই ভাবছেন ইংল্যান্ড ও বাংলাদেশ তো ভিন্ন গ্রুপে, দুই দলের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে আগেই। তাহলে বাংলাদেশ কেন ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা ম্যাচে চোখ রাখবে? কারণটা কোনো সমীকরণ নয়, এই ম্যাচে ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ কিছু বাড়তি টাকা পাবে।

ভারতের কাছে হেরে শুরু হয়েছিল বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির অভিযান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ