চলমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারের দৌড় থেকে বাংলাদেশ এবং ইংল্যান্ড ছিটকে গিয়েছিল দ্বিতীয় ম্যাচের পরেই। একটি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের অবস্থা এতটাই বাজে যে, এই মুহুর্তে বাংলাদেশের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলে তারা আত্মবিশ্বাসের সাথে বলতে পারবে না তারা জিতবেই।

মাঠের লড়াইয়ে যেহেতু মুখোমুখি হয়নি বাংলাদেশ-ইংল্যান্ড, তাই বলা সম্ভব না কে জিতত। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে একটা জায়গায় ঠিকই ইংলিশদের পেছনে ফেলল টাইগাররা। ইংল্যান্ড শনিবার (১ মার্চ, ২০২৫) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিধ্বস্ত হয়ে ৭ উইকেটে পরাজয় বরণ করে। ফলে বাংলাদেশ উঠে আসে ষষ্ঠ স্থানে আর ইংল্যান্ড শেষ করে তলানিতে থেকে।

এই ম্যাচে আবার বাংলাদেশি সমর্থকরা ইংল্যান্ডের হার কামনা করেছেন। কেননা থ্রি লায়ন্সরা হেরে গেলেই কেবল সাত নম্বর থেকে ষষ্ঠ স্থানে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। তবে সমর্থকরা উদ্বেগ মূলত ষষ্ঠ স্থানের প্রাইজমানি নিয়ে ছিল।

আরো পড়ুন:

ভারতকে ২৪৯ রানের বেশি করতে দেয়নি নিউ জিল্যান্ড

বিরাটকে ৩০০তম ওয়ানডেতে বিরাট ধাক্কা দিলেন গ্লেন ‘জন্টি’ ফিলিপস

আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে। মানে বাংলাদেশ দলের কোষাগারে প্রায় ৩ কোটি টাকা আগেই চলে এসেছিল।

তবে ষষ্ঠ স্থান অর্জন করে প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পাচ্ছে ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি পেয়েছে বাংলাদেশ।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প র ইজম ন

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ