চট্টগ্রামের সীতাকুণ্ডে তাঁতী লীগের এক নেতাকে ছেড়ে দেওয়ার খবরে থানায় বিক্ষোভ করেছেন শিবিরের কর্মীরা। গতকাল সোমবার রাত পৌনে দুইটার দিকে সীতাকুণ্ড থানার ভেতরে এ ঘটনা ঘটে।

আটক নেতা সীতাকুণ্ড পৌরসভা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী। তিনি শিবিরের সাথি মো. শাহজাহান হত্যা মামলার আসামি। ১৯৯৬ সালে এই হত্যাকাণ্ড ঘটেছে সীতাকুণ্ড ডিগ্রি কলেজে। মেজবাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ছিলেন।

এ ছাড়া সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে থানার ভেতরে মিছিল করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ভূঁইয়া পন্থিছিলা’ নামের একটি আইডি থেকে লাইভ সম্প্রচার করেন শিবিরের কর্মীরা। ফেসবুক লাইভ থেকে দেখা যায়, শিবিরের বেশ কয়েকজন কর্মী ‘প্রশাসনের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এ রকম নানা স্লোগান দিয়ে থানার ভেতরে প্রবেশ করেন। মূল ফটক দিয়ে ভেতরে ঢুকে থানার অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে মিছিল করতে থাকেন। একপর্যায়ে খবর পেয়ে থানার ওসি মুজিবুর রহমান থানায় আসেন। তখন শিবিরকর্মীরা মেজবাহ কোথায় আছে সেটা জানতে চান। ওসি জানান, মেজবাহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানাহাজতে আছেন। এরপর তাঁরা লাইভটি শেষ করেন।

মিছিলের বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির উত্তর জেলা শাখার সভাপতি মো.

শওকত প্রথম আলোকে বলেন, শিবিরের মো. পারভেজ ও শাহজাহান খুনের মামলার আসামি মেজবাহ উদ্দিনকে সীতাকুণ্ড থানা-পুলিশ ছেড়ে দিচ্ছে, এমন খবর পেয়ে নেতা-কর্মীরা সেখানে যান। পরে প্রশাসন আসামিকে ছাড়বে না জানালে সবাই চলে আসেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত মো. আলমগীর প্রথম আলোকে বলেন, মেজবাহ উদ্দিন চৌধুরীকে আগের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ম র

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ