জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী রবিবার (৯ মার্চ) থেকে অনলাইন ক্লাস শুরু হবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়ে সংশ্লিষ্ট বিভাগে সশরীরে অনুষ্ঠিত হবে।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, “রমজান মাসে শিক্ষার্থীদের কষ্ট লাঘব ও শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোন ব্যাঘাত না ঘটে, সেজন্য যথাসময়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

তিনি বলেন, “নিয়মিত বাস পরিষেবাও চালু থাকবে, যেন শিক্ষার্থীরা সহজে ক্যাম্পাসে আসতে পারে। শীঘ্রই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ