নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অর্পূবর (২৫) পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মাসদাইর এলাকার তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। এ সময় অপূর্বর বাবা খোকন মিয়ার সঙ্গে মুঠোফোনে কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান নিহত অপূর্বর মা-বাবাকে বলেন, ‘আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমিও আমার ভাইকে হারিয়েছি। সন্তান হারানোর বেদনার চেয়ে বেশি তো কিছু নেই। আমরা আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করব, এই ঘটনার সঙ্গে জড়িতদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা দলের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’

তারেক আরও বলেন, ‘বিগত ১৬ বছরে আমাদের দলের বহু নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের পক্ষ থেকে আপনার পরিবারের পাশে থাকার চেষ্টা করব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আশিক রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ জানান, ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা অর্পূবদের বাড়িতে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অপূর্বর পরিবারের সঙ্গে কথা বলিয়েছেন। তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

৯ মার্চ রাতে ছাত্রদল আয়োজিত ধর্ষণবিরোধী মিছিল শেষে বাড়ি ফেরার পথে সাড়ে ১০টার দিকে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় বাগ্‌বিতণ্ডার জেরে অপূর্বকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সম্রাট (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। এ ঘটনায় অপূর্বর বাবা খোকন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ত র ক রহম ন ন র য়ণগঞ জ র পর ব র র ছ ত রদল র আম দ র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জের কদম রসুল সেতুর সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবিতে স্মারকলিপি

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর
  • অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
  • আজমির ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার মাসুম প্রকাশ্যে. আতঙ্ক
  • মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 
  • নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
  • ‘বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাব না’ বলা সেই নাজিমউদ্দিন অসুস্থ, নেওয়া হলো ঢাকায়
  • বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার পণ করা নাজিমউদ্দিন অসুস্থ, নেওয়া হলো ঢাকায়
  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তরুণের মৃত্যু
  • নারায়ণগঞ্জের কদম রসুল সেতুর সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবিতে স্মারকলিপি
  • দমদমিয়া আলোর পাঠশালায় গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন ইউএনও