সাতক্ষীরার কালিগঞ্জের নলতা এলাকার ইন্দ্রনগর গ্রামের শিবিরকর্মী সাইফুল ইসলামকে (১৭) জবাই করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার ছাত্রলীগ নেতা অমিত পাড়ের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার রাতে কালিগজ্ঞ উপজেলার নলতা এলাকার ইন্দ্রনগর গ্রামের হুসাইনাবাদ জামে মসজিদের পাশে ঘটে।

আহত সাইফুলকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় নলতা হাসপাতালে নিয়ে গেলে  সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার শিকার সাইফুল ইসলাম একই এলাকার আব্দুল মালেকের ছেলে। অভিযুক্ত যুবক একই এলাকার আওয়ামী গীগ নেতা রেজাউল পাড়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, ইন্দ্রনগর গ্রামের আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম পাড়ের ছেলে অমিত পাড় মাদকাসক্ত হয়ে রাতে সাইফুল ইসলাম নামের এক শিবিরকর্মীকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা কর। সাইফুলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে অমিত পালিয়ে যায়।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ শাসনামলে রেজাউল পাড়ের বড় ছেলে জনি পাড় ও ছোট ছেলে অমিত পাড় এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসীকে অতিষ্ঠ করে তোলে। আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকায় এলাকার লোকজন তাদের কিছু বলতে সাহস পেত না। বর্তমানেও তারা সেই অভ্যাস চালু রেখেছে। 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়েছে, তবে মূল অভিযুক্ত পালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ল ইসল ম এল ক র

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ