চট্টগ্রামে ওমরাফেরত মোয়াল্লেমের কাছে ৪০০ গ্রাম স্বর্ণ
Published: 13th, March 2025 GMT
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাফেরত এক মোয়াল্লেমের কাছ থেকে ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট গতকাল বুধবার অবতরণের পর সকাল ৯টা ৩৫ মিনিটে তাঁকে আটক করা হয়। আটক শাহিন আল মামুন রাঙামাটি পার্বত্য জেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, জেদ্দা থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ নম্বর ফ্লাইট সকাল ৮টা ৩৬ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে এনএসআই সদস্যরা তাঁর লাগেজ তল্লাশি করেন। এ সময় তাঁর কাছ থেকে ২২ ক্যারেটের ৪০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৫০ লাখ ৬৯ হাজার টাকা। আটকের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//