শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ফোরাম-এশিয়ার
Published: 13th, March 2025 GMT
রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশের সঙ্গে ধর্ষণবিরোধী গণপদযাত্রায় অংশগ্রহণকারীদের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে বলেছে এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া)। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমুন্নত রাখতে হবে বলে উল্লেখ করেছে তারা।
এশিয়ার বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থার নেটওয়ার্ক ফোরাম–এশিয়া আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আইনি হয়রানি ও তাঁদের ওপর বাংলাদেশি কর্তৃপক্ষের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানানো হয়। যৌন নিপীড়নের বিচারের দাবিতে ১১ মার্চ (মঙ্গলবার) আয়োজিত এক মিছিল ঘিরে এ ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, নারী অধিকারকর্মীসহ মানবাধিকারকর্মী শিক্ষার্থীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করার ঘটনা বাংলাদেশে ভিন্নমতকে ক্রমাগতভাবে অপরাধ হিসেবে দেখার চিত্রই তুলে ধরছে। এটা ইতিমধ্যে অবদমিত নাগরিক সমাজের ভূমিকাকে আরও সংকুচিত করছে।
ফোরাম–এশিয়া বলেছে, এ ধরনের কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকার কর্তৃক বিগত সরকারগুলোর দমনমূলক কৌশলের ধারাবাহিকতাকে প্রতিফলিত করছে।
ফোরাম এশিয়ার নির্বাহী পরিচালক মেরি আইলিন ডায়াজ-বাকালসো বলেন, ‘মানবাধিকারকর্মী শিক্ষার্থী ও অজ্ঞাত বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ অবিলম্বে প্রত্যাহার এবং তাঁদের নিরাপত্তাকে অগ্রাধিকার ও নতুন করে হয়রানি থেকে সুরক্ষা দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে ফোরাম–এশিয়া।’
ফোরাম–এশিয়ার নির্বাহী পরিচালক বলেন, ‘ভিন্নমতকে সহিংসভাবে দমনের পরিবর্তে বাংলাদেশকে অবশ্যই জনগণের মতপ্রকাশ, শান্তিপূর্ণ সভা–সমাবেশ ও জমায়েতের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে।’
নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণপদযাত্রা করে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। বিক্ষোভকারীরা শাহবাগ মোড় পেরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে তাঁদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন রমনা থানায় একটি মামলা করে। মামলায় আসামি হিসেবে বামপন্থী কয়েকটি ছাত্রসংগঠনের ১২ জন নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুনপুলিশের ওপর হামলার অভিযোগ এনে ১২ জনের নাম উল্লেখ করে মামলা১২ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।