নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি চান আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ীরা
Published: 20th, October 2025 GMT
রাজধানীর শাহবাগের আজিজ কো–অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতিতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ সোমবার দুপুরে মার্কেটের সামনে এক মানববন্ধন থেকে ব্যবসায়ীরা এই দাবি জানান। ‘আজিজ সুপার মার্কেটের দোকান মালিক এবং ব্যবসায়ীবৃন্দ’ ব্যানারে শতাধিক ব্যবসায়ী এই মানববন্ধনে অংশ নেন।
ব্যবসায়ীরা জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পালিয়ে যান। ওই বছরের ৩ অক্টোবর মার্কেট পরিচালনায় সমাজসেবা অধিদপ্তর থেকে ব্যবসায়ী রবিউল ইসলামকে আহ্বায়ক ও ছানাউল্লাহ শিশিরকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। ৯০ দিনের মধ্যে এই কমিটিকে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে বলা হয়। তবে এক বছর পার হলেও তারা নতুন নির্বাচন আয়োজন করতে পারেনি। কমিটি নিয়ে উচ্চ আদালতেও রিট হয়। এ অবস্থায় মজিবর রহমান, সাইফুল ইসলাম ও শাহিন চৌধুরী নামের ব্যবসায়ীদের নেতৃত্বাধীন আরেকটি পক্ষ নির্বাচন আয়োজনের জন্য বর্তমান কমিটির ওপর চাপ দিলে সংকট তৈরি হয়।
এক মাস ধরে সমিতির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্বের জেরে একাধিকবার দুই পক্ষের ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। একপর্যায়ে ৩ অক্টোবর মার্কেটে তালা লাগিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের বড় একটি অংশ আতঙ্কিত হয়ে দোকান বন্ধ করে দেন। পরে পুলিশ এসে তালা খুলে দেন। এই ঘটনার পর এক মাসেও কমিটি গঠন নিয়ে সমস্যার সুরাহা হয়নি। এরই মধ্যে সমাজসেবা অধিদপ্তরের করে দেওয়া আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করে নতুন করে চার সদস্যের আরেকটি কমিটি গঠন করেছে ব্যবসায়ীদের একটি পক্ষ। আজকের মানববন্ধন থেকে এই কমিটির কাছে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে অন্যরকম ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী রোকসানা আক্তার বলেন, ‘এক বছর ধরে এমনিতেই ব্যবসা–বাণিজ্যের অবস্থা খারাপ। এই অবস্থার মধ্যে আমরা দ্বন্দ্ব চাই না। মার্কেটে সুষ্ঠু পরিবেশ চাই। নতুন নির্বাচন আয়োজন করে নির্বিঘ্নে ব্যবসার ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি।’
ব্যাগ ব্যবসায়ী আলাল সরকার বলেন, ব্যবসায়ীরা মার্কেটে হামলা–মামলা চান না। শুধু শান্তিতে ব্যবসা করতে চান। শান্তিতে ব্যবসা করতে হলে নির্বাচিত কমিটি দরকার। সে কারণে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছেন তাঁরা।
মানববন্ধনে নতুন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, ‘আমরা একটা ক্রান্তিকাল পার করছি। এই ক্রান্তিকাল থেকে ব৵বসায়ীদের উত্তরণ ঘটানোর একমাত্র উপায় হলো নির্বাচিত কমিটি। আমরা সেই চেষ্টা করছি। আমরা আর কোনো হামলা–মামলা চাই না। আমরা দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচনের মাধ্যমে দায়িত্ব শেষ করতে চাই।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস য় দ র ব যবস য় র র ব যবস
এছাড়াও পড়ুন:
বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বন্দরের ৯টি ওয়ার্ডে পানি সংকট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়া পাম্প বর্তমান জায়গায় পুণঃস্থাপন ও পানি সরবরাহের দায়িত্ব পুনরায় ওয়াসার কাছে ন্যাস্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বন্দরের চৌরাপাড়া পাম্প হাউসের সামনে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা, বন্দর নাগরিক কমিটি(বনাক) ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, শ্রমিক নেতা দাউদ আলী. ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ উজ্জল, মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটির সহসভাপতি আলী আহমেদ, ক্বারী মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ হোসেন, আলহাজ্ব হাফেজ গাজী, মোঃ রিপন, শওকত হোসেন, আলী বাহার প্রমুখ। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর , বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ ৯টি ওয়ার্ডেই তীব্র পানি সংকট বিরাজ করছে। সরবরাহকৃত পানিও ময়লাযুক্ত এবং দুর্গন্ধময় হওয়ায় তা পান করা যায় না। এ ছাড়া চৌরাপাড়া পাম্প হাউসের পাম্পটি সাড়ে ৪ বছর ধরে বিকল হয়ে আছে। অজ্ঞাত কারণে পাম্পটি মেরামত কিংবা নতুন পাম্প স্থাপন করা হচ্ছেনা।
এ কারণে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। অবিলম্বে পানি সংকট নিরসনে উদ্যোগ না নিলে মানববন্ধন থেকে নগরভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।