যশোর-৬ আসনে বিএনপির ‘চমক’ কে এই শ্রাবণ
Published: 3rd, November 2025 GMT
যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ। তরুণ নেতা হিসেবে বিএনপির আস্থা অর্জন করতে পেরেছেন তিনি।
যশোর-৬ আসনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে কয়েক মাস ধরে যশোরে ব্যাপক আলোচনায় ছিলেন শ্রাবণ। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশোরের কেশবপুর উপজেলায় সংসদীয় আসন-৯০ এর কাণ্ডারী তিনি।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিবের ঘোষণায় আসে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নাম শোনা যায়। যশোরের সন্তান শ্রাবণ তরুণ নেতা হিসেবে কেন্দ্রের রাজনীতিতেও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দলের জন্য ভূমিকা রাখছেন।
দলীয় মনোনীতি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে কেশবপুরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দেন শ্রাবণ। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
“প্রিয় কেশবপুরবাসী
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ ,মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের সন্তান,আপনাদের ভাই,আপনাদের আপনজন,আপনাদের আবেগ কে শ্রদ্ধা ও সম্মান জানাই।
আমি শুধু অনুরোধ করবো,প্রিয় মমতাময়ী মা,দেশনেত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো।
আমরা কোন বিজয় মিছিল,কোন রকম মিষ্টি খাওয়া এবং হৈ হুল্লোড় করবো না।
আমরা সেদিনই বিজয় মিছিল করবো,সেদিনই মিষ্টি খাব,যেদিন দেশের গনমানুষের ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীক বিজয় করার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো।
আপনারা যদি আমাকে সত্যি সত্যিই ভালোবাসেন,তাহলে দলের নির্দেশ এবং আমার অনুরোধ আপনারা রাখবেন, আমি বিশ্বাস করি।
আমরা যতজন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমরা সবাই এক এবং অভিন্ন,আমাদের মধ্যে কোন বিভেদ নেই,বিভেদ তৈরি করতে কাউকে সুযোগ আমরা দিব না,আমরা সকলে মিলেই ধানের শীষ প্রতীক কে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো এটাই হোক আমাদের একমাত্র অঙ্গীকার।
ভোট দিব ধানের শীষে
দেশ গড়বো মিলেমিশে”
ঢাকা/
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আপন দ র ব এনপ র
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’