স্তন ক্যানসার ঠেকাতে সচেতনতা জরুরি, কুসংস্কারও ভাঙতে হবে
Published: 3rd, November 2025 GMT
স্তন ক্যানসার নির্ণয় সঠিকভাবে করার পরই চিকিৎসা শুরু করতে হবে, সামাজিক কুসংস্কারও ভাঙতে হবে। যেহেতু নতুন জেনেটিক টেস্ট ও ওষুধের মাধ্যমে উদ্ভাবন সম্ভব, তাই সবাইকে সচেতন থাকতে হবে।
‘বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনলাইন আলোচনায় অতিথিদের কথায় প্রসঙ্গগুলো উঠে আসে। নাসিহা তাহসিনের উপস্থাপনায় এ পর্বে অতিথি হিসেবে ছিলেন ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজির সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা.
এবারের আলোচনায় স্তন ক্যানসার নিয়ে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন চিকিৎসকেরা। পর্বটি ২৬ অক্টোবর (রোববার) সরাসরি প্রচারিত হয় প্রথম আলো ডটকম এবং প্রথম আলো, এসকেএফ অনকোলজি ও এসকেএফের ফেসবুক পেজে। আলোচনায় উঠে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৪০ সালের মধ্যে ‘৬০-৬০-৮০’ কৌশল অনুযায়ী ৬০ শতাংশ রোগীকে স্টেজ ওয়ান/ টু-তে শনাক্ত, ৬০ দিনের মধ্যে ডায়াগনোসিস নিশ্চিত করা ও ৮০ শতাংশ রোগীকে সম্পূর্ণ চিকিৎসা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করার পরিকল্পনা করেছে।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক জানান, অনেকে ক্যানসারকে আধুনিক যুগের রোগ মনে করলেও স্তন ক্যানসার সম্পর্কে মানুষ অনেক আগেই জানত—প্রথম রিপোর্টেড কেসটি পাওয়া যায় বাইজেন্টাইন যুগে। সেই থেকেই চলমান গবেষণার ধারাবাহিকতায় আজ স্তন ক্যানসারের চিকিৎসা ও নির্ণয়পদ্ধতিতে এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি।
স্তন ক্যানসারের লক্ষণস্তন ক্যানসারের লক্ষণগুলো এবং এসব দেখা দিলে কী করা উচিত? এ প্রসঙ্গে অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন বলেন, স্তন ক্যানসার সাধারণত শুরুতে ছোট একটি গাঁট বা চাকা হিসেবে ধরা পড়ে, যা অনেক সময় নিজের হাতেই বোঝা যায়। তবে সব গাঁটই ক্যানসার নয়—বেশির ভাগই ক্ষতিকর নয়।
অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন বলেন, এই ক্যানসারের প্রধান লক্ষণগুলো হলো স্তনে গাঁট বা পিণ্ড ধরা পড়া, নিপল ভেতরে ঢুকে যাওয়া, নিপল বা স্তন থেকে রস বা রক্ত নির্গত হওয়া, চামড়া কমলালেবুর খোসার মতো খসখসে হয়ে যাওয়া, বগলে গাঁট অনুভব হওয়া। মনে রাখতে হবে, যদি এ ক্যানসার ছড়িয়ে পড়ে, সে ক্ষেত্রে লিভারে জন্ডিস, হাড়ে ব্যথা বা ভাঙা, মাথাব্যথা ও বমি আর ফুসফুসে কাশি বা রক্ত আসার মতো উপসর্গ দেখা দিতে পারে। যখনই স্তন বা বগলে কোনো অস্বাভাবিকতা টের পাওয়া যায়, তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রথমে ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে যাওয়া ভালো। তিনি প্রয়োজনে পরীক্ষা বা বিশেষজ্ঞের পরামর্শ দেবেন। মনে রাখতে হবে, প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রেই স্তনের গাঁট ক্যানসার নয়, তবে নিশ্চিত হতে দ্রুত পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।
ঝুঁকি কীজেনেটিক ফ্যাক্টর কি স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? আগে থেকে এই ঝুঁকি জানা সম্ভব? উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, স্তন ক্যানসারের ঝুঁকি দুইভাবে দেখা যায়—পরিবর্তনযোগ্য ও অপরিবর্তনযোগ্য। খাদ্যাভ্যাস, দেরিতে সন্তান নেওয়া, বুকের দুধ না খাওয়ানো এবং ধূমপান—এসব পরিবর্তনযোগ্য ঝুঁকি। আর অপরিবর্তনযোগ্য ঝুঁকি হলো জেনেটিক বা বংশগত প্রভাব—যা পরিবারে কেউ ক্যানসারে আক্রান্ত হলে অন্যদের ঝুঁকিও বাড়ে।
অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, তাই ঝুঁকি বোঝার জন্য ‘বিআরসিএ১’ ও ‘বিআরসিএ২’ নামের জেনেটিক টেস্ট করা যায়। যদি টেস্টে মিউটেশন পজিটিভ হয়, তাহলে আশঙ্কা বেশি ধরা হয়—তবে এটি নিশ্চিত করে না যে ক্যানসার হবেই। একইভাবে নেগেটিভ ফলাফল মানেও পুরোপুরি নিশ্চিন্ত থাকা নয়। তাই যাঁদের পারিবারিক ইতিহাস আছে, তাঁদের নিয়মিত সেলফ-এক্সামিনেশন ও স্ক্রিনিং করানো উচিত।
ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন কত ধরনের এবং কত দিন পরপর করা উচিত? জানতে চাইলে অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, ব্রেস্ট পরীক্ষা মূলত দুই ধরনের—সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, যা নিজে নিজে বাড়িতে করা যায়। অন্যটি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, যা ডাক্তার বা স্বাস্থ্যকর্মী করে থাকেন। বাংলাদেশ ক্যানসার সোসাইটিসহ সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান নিয়মিত ক্লিনিক্যাল স্ক্রিনিং করে থাকে, যেখানে চিকিৎসকেরা সরাসরি রোগীকে পরীক্ষা করেন।
অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, প্রয়োজনে তাঁরা দুটি অতিরিক্ত টেস্ট সাজেস্ট করেন—আলটাসোনোগ্রাফি, যা সন্দেহজনক কিছু অনুভব হলে করা যায়। এটি নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। তবে মাসিক চলাকালে করা ঠিক নয়; পিরিয়ড শেষ হওয়ার ৫ থেকে ৭ দিন পর করা উপযুক্ত। অন্যটি হলো ম্যামোগ্রাফি, যা একধরনের বিশেষ এক্স-রে। এটি সাধারণত ৪০ বছর বয়সের পর প্রতিবছর একবার করার পরামর্শ দেওয়া হয়। তবে যদি পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকে, তাহলে ৩০ বছর বয়সের পর থেকেই এটি করা যেতে পারে।
চিকিৎসাস্তন ক্যানসারে সার্জারির সঠিক প্রয়োজনীয়তা এবং এর ধরন সম্পর্কে ডা. কাজী মুশতাক হোসেন বলেন, ছোট টিউমার (২ সেন্টিমিটারের কম) হলে প্রথমেই অপারেশন। বড় বা বগল বা স্ক্রিনে ছড়িয়ে গেলে আগে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে ছোট করে পরে অপারেশন। অ্যাডভান্সড বা মেটাস্টেটিক ক্যানসারে সাধারণত অপারেশন হয় না, তবে গুরুতর ঘা, সংক্রমণ বা দুর্গন্ধ থাকলে প্যালিয়েটিভ সার্জারি করা হয়।
সার্জারির ধরন সম্পর্কে ডা. কাজী মুশতাক হোসেন বলেন, ‘এটি তিন ধরনের। ব্রেস্ট কনজারভেটিভ/ ওয়াইড এক্সিশন—শুধু টিউমার ও আশপাশের অংশ কেটে ফেলা হয়। অঙ্কোপ্লাস্টিক সার্জারি—অপারেশনের পরে স্তনের আকার ঠিক রাখা। মোডিফাইড র্যাডিক্যাল মাস্টেকটমি—আগে পুরো ব্রেস্ট ও বগলের লিম্ফনোড কাটা হতো, এখন প্রয়োজনমতো করা হয়। এ ধরনের সার্জারি আধুনিক হওয়ায় এখানে নানান সুবিধা পাওয়া যায়। তার মধ্যে হাত ফোলা বা পার্শ্বপ্রতিক্রিয়া কম, রেডিয়েশনের ক্ষতি ন্যূনতম, নতুন কৌশলে কসমেটিক ও শারীরিক প্রভাব কম। সুতরাং রোগীদের মনে রাখতে হবে, সার্জারির ভয়ে চিকিৎসা এড়িয়ে চলবেন না। কারণ, আধুনিক চিকিৎসায় রোগী সুস্থ জীবন যাপন করতে পারেন।’
বাংলাদেশে স্তন ক্যানসারের বর্তমান পরিস্থিতি, রোগনির্ণয়, ডায়াগনোসিস ও চিকিৎসা-সুবিধা বিষয়ে পরামর্শ দেন অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন ও অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুকউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’