নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এক সময় বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার। কিন্তু এই ইনফরমেশন হতে হবে গ্রহণযোগ্য ও মানসম্মত। মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। 

তথ্য মানসম্মত না হলে সমাজে-রাষ্ট্রে ঝামেলা সৃষ্টি হয়। রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে সমস্যার সৃষ্টি হয়। আমাদের প্রত্যাশা যারা তথ্য নিয়ে কাজ করবেন তারা যেন সমাজের রিয়েল চিত্রটা তুলে ধরেন। তাদের তথ্য যেন মনে হয় আস্থার জায়গা। তথ্য যেন নির্ভরযোগ্য হয়।

সোমবার (২০ অক্টোবর) জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিন বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সাঈদ আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.

আলমগীর হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর স খ য ন

এছাড়াও পড়ুন:

কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে পাটাত্তা এলাকার একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর)  ভোর ৪ টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে জরিনা বেগমের (৬৫) শরীরের ২০ শতাংশ, মো: আলাউদ্দিনের (৩৫) শরীরের ৪০ শতাংশ, শিফা আক্তারের (১৪) শরীরের ১২ শতাংশ এবং শিমলার (৪) শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন রহমান জানান, ভোরে ৪ জন দগ্ধকে আনা হয়েছিল যারা নারায়ণগঞ্জের সোনারগায়ের বাসিন্দা বলে জানানো হয়েছে। তাদেরকে অত্র হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। 

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোররাতে ঘটনার পরপরই দগ্ধদের  সরাসরি ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। অগ্নিকান্ডের কারণ জানতে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ
  • বাংলাদেশ মানবাধিকার কমিশন-নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 
  • আড়াইহাজারে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার
  • সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি অনুষ্ঠিত
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • নারায়ণগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • আওয়ামী লীগ যে লুটপাট চালিয়েছে, বিএনপি তা করবে না : খোরশেদ
  • সানিকে দেখতে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী
  • সোনারগাঁয়ে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার
  • কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪