তথ্য মানসম্মত না হলে সমাজে-রাষ্ট্রে ঝামেলা সৃষ্টি হয় : ডিসি
Published: 20th, October 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এক সময় বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার। কিন্তু এই ইনফরমেশন হতে হবে গ্রহণযোগ্য ও মানসম্মত। মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ।
তথ্য মানসম্মত না হলে সমাজে-রাষ্ট্রে ঝামেলা সৃষ্টি হয়। রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে সমস্যার সৃষ্টি হয়। আমাদের প্রত্যাশা যারা তথ্য নিয়ে কাজ করবেন তারা যেন সমাজের রিয়েল চিত্রটা তুলে ধরেন। তাদের তথ্য যেন মনে হয় আস্থার জায়গা। তথ্য যেন নির্ভরযোগ্য হয়।
সোমবার (২০ অক্টোবর) জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিন বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সাঈদ আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর স খ য ন
এছাড়াও পড়ুন:
বন্দরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিল্পপতি বাবুলের সুপেয় পানির ফিল্টার বিতরণ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নারাায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহাম্মেদ বাবুলের পক্ষ থেকে সুপেয় পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর থেকে বিকেল অবধি কলাগাছিয়ার বুরুন্দীর মোহাম্মদীয়া মাদরাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাড়মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীনগর প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি নিশ্চিতের লক্ষ্যে ফিল্টার মেশিন প্রদান করা হয়। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা মোঃ শাহীন জানান, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আবু জাফর আহাম্মেদ বাবুলের পক্ষ থেকে কলাগাছিয়ার কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বন্দরের সকল শিল্পপ্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার বিতরণ করা হবে।