সিদ্ধিরগঞ্জে আট বছর ব্যসের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন (৫০) নামে এক দোকানীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত সেলিম উদ্দিনের ভাড়ি সিলেট জেলার জামালগঞ্জে। সে সিদ্ধিরগঞ্জের আটি গ্রামে ভাড়া থেকে মুদি দোকানের ব্যবসা করে। 

ভুক্তভোগি শিশুর স্বজনরা জানান, মায়ের কাছ থেকে টাকা নিয়ে শিশুটি বিস্কুট কিনতে সেলিমের দোকানে যায়। এসময় সেলিম শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়।

তখন আশেপাশের লোকজন শিশুর চিৎকার শুনে এসে অভিযুক্ত সেলিমকে আটক করে। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সেলিমকে মারধর করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সেলিমকে আটক করে। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম জানান, শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ভুক্তভোগি শিশুটির পরিবারের লোকজনও থানায় এসেছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানান তিনি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ