রাজধানীর উত্তর ইব্রাহীমপুরে প্রতিবেশীর চলাচলের জন্য বরাদ্দ করা রাস্তা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে উত্তর ইব্রাহীমপুরে মানববন্ধন করেছে অবৈধ দখলদার প্রতিরোধ কমিটি মিরপুর শাখা। এতে অংশ নেন অর্ধশতাধিক এলাকাবাসী।

মানববন্ধনে অভিযোগ করা হয়, স্থানীয় বাসিন্দা মহিবুর রহমানের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে প্রতিবেশীর চলাচলের জন্য নির্ধারিত রাস্তা দখল করে দুটি দোকান নির্মাণ করে বছরের পর বছর ভাড়া উত্তোলন করছেন। উত্তর ইব্রাহীমপুরের ১৮৫ নম্বর হোল্ডিংয়ে এই অবৈধ দোকান নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন কবির চৌধুরী। বহুবার অনুরোধ করার পরও দখলদাররা জায়গা ছেড়ে দেয়নি। ফলে তিনি বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়ে আবেদন করেছেন।

বক্তারা বলেন, কোনো আইনগত অনুমতি ছাড়াই এবং রাজউক কর্তৃক অনুমোদিত নকশার বাইরে দোকান দুটি নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতেও রাজি নন মালিক পক্ষ। এলাকার বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে একজন সার্ভেয়ার দিয়ে জমির মাপজোকের ব্যবস্থা করা হলেও অবৈধ দখলের চিত্র ফুটে উঠবে। সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন তানজিন ইসলাম, মো.

রুবেল, মো. নাহিদ, মো. ফুয়াদ, মো.  সোহাগ প্রমুখ। 

এদিকে, শান্তিপূর্ণ এই মানববন্ধনে দখলদার পরিবারের সদস্যরা স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এতে কিছুটা উত্তেজনা দেখা দেয়। এরপরও এলাকাবাসী মানববন্ধন অব্যাহত রাখেন বলে জানা গেছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: অব ধ দ

এছাড়াও পড়ুন:

আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা-শোভাযাত্রা

ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে। সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

ঢাকার আদালত প্রাঙ্গণে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই শোভাযাত্রার উদ্বোধন করেন।

শোভাযাত্রায় অংশ নেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মোস্তাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) নুরে আলম ভূইয়া, বিভিন্ন আদালতের বিচারক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির নেতাসহ সাধারণ আইনজীবীরা অংশ নেন।

আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঢাকার আদালত প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়। ঢাকা, ২৮ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ

  • আইসিজের শুনানিতে পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আমরা চাঁদাবাজি, অসততা, দখলদারি, দুঃশাসনের বিরুদ্ধে লড়ছি: জামায়াত আমির
  • পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন স্থায়ী আইনগত উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের বিচার বিভাগ
  • আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা-শোভাযাত্রা
  • মন্ত্রণালয়ের মতামত ছাড়া ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ হয়েছে: আসিফ নজরুল
  • কিশোরগঞ্জে বজ্রপাতে ৪ জন নিহত
  • অনেক হয়রানিমূলক, বিদ্বেষমূলক মামলা হচ্ছে: আইন উপদেষ্টা
  • ঢালাও মামলায় বাদীর স্বার্থ খুঁজে বের করার আহ্বান আসিফ নজরুলের
  • মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ: আসিফ নজরুল
  • উচ্চ আদালতে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই: আসিফ নজরুল