ভিডিও দেখিয়ে ২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
Published: 17th, March 2025 GMT
ফরিদপুরে মোবাইলে ‘অশ্লীল’ ভিডিও দেখিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেজাউল মুন্সী (৫৮) নামে এক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। রোববার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় নদী বন্দরে দীর্ঘদিন ধরে কার্গো ও ডকইয়ার্ডের ব্যবসা করে আসছেন রেজাউল মুন্সী। রোববার বিকেলে সিঅ্যান্ডবি সংলগ্ন এলাকায় ১০ ও ১২ বছর বয়সী দুই কন্যা শিশুকে ডেকে নিয়ে নিজের মোবাইলে থাকা অশ্লীল ভিডিও দেখিয়ে তাদের ধর্ষণের চেষ্টা করেন রেজাউল। বিষয়টি বাড়িতে গিয়ে শিশুরা তাদের পরিবারের সদস্যদের জানায়। এর জেরে রাত সাড়ে ১০টার দিকে শিশুদের পরিবারের সদস্য ও এলাকাবাসী রেজাউল মুন্সীকে একটি দোকানে অবরুদ্ধ করে রাখেন। এ সময় উত্তেজিত জনতা ওই ব্যবসায়ীকে পিটুনি দেয়। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেজাউল মুন্সীকে আহত অবস্থায় উদ্ধার করে থানা নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ওসি আরও বলেন, ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
উৎস: Samakal
কীওয়ার্ড: র জ উল ম ন স র সদস য
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত