বাড়ির ছাদে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ
Published: 17th, March 2025 GMT
নিজ বাড়ির ছাদ থেকে আলমগীর হোসেন নামে এক যুবকের রক্তমাখা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে চাঁদপুরের শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের মণিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ৩৫ বছর বয়সী আলমগীরের বাবার নাম শহিদুল ইসলাম।
পুলিশ বলছে, শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলম বেলাল জানান, ইফতারের পর হত্যাকাণ্ডের খবর পেয়েছি। আলমগীর এলাকায় মাইকিংয়ের কাজ করতেন। পারিবারিক কোন শত্রুতা নাকি অন্য কোন কারণে এই হত্যা তা জানা যায়নি।
তিনি বলেন, ‘আলমগীরকে ভালো হিসেবেই জানি। তিনি অত্যন্ত সহজ সরল। তার কোন শত্রু থাকতে পারে তা আমার জানা নেই।’
এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আবুল বাশার বলেন, ‘বাড়ির ছাদে গলা কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীর ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাত সাড়ে ৭টা থেকে পৌনে আটটার মধ্যে এ হত্যার ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। দ্রুতই এ হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ ন হত আলমগ র মরদ হ
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে