খিলক্ষেতের ভুক্তভোগী শিশুটির ফরেনসিক পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে
Published: 19th, March 2025 GMT
রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগের ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) চিকিৎসক। ছয় বছরের মেয়েশিশুটিকে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসিসির সমন্বয়ক চিকিৎসক সাবিনা ইয়াসমিন আজ বুধবার প্রথম আলোকে বলেন, ফরেনসিক পরীক্ষায় প্রাথমিকভাবে শিশুটিকে নির্যাতনের আলামত পাওয়া গেছে।
এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত কিশোরকে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রাতে খিলক্ষেত বাজার এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনির পর কিশোরকে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, অভিযুক্ত কিশোরকে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
পুলিশ বলছে, কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর। তবে পরিবারের দাবি, তার বয়স ১১ বছর। স্যানিটারি মালামাল বিক্রির একটি দোকানে সে কাজ করে।
পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে গতকাল রাতে কিশোরকে আটক করা হয়। তাকে থানায় নেওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা করেন ক্ষুব্ধ জনতা। তাঁরা কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেন। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) আশিকুর রহমান গুরুতর আহত হন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণপ ট ন
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।