রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগের ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) চিকিৎসক। ছয় বছরের মেয়েশিশুটিকে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসিসির সমন্বয়ক চিকিৎসক সাবিনা ইয়াসমিন আজ বুধবার প্রথম আলোকে বলেন, ফরেনসিক পরীক্ষায় প্রাথমিকভাবে শিশুটিকে নির্যাতনের আলামত পাওয়া গেছে।

এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত কিশোরকে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রাতে খিলক্ষেত বাজার এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনির পর কিশোরকে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, অভিযুক্ত কিশোরকে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ বলছে, কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর। তবে পরিবারের দাবি, তার বয়স ১১ বছর। স্যানিটারি মালামাল বিক্রির একটি দোকানে সে কাজ করে।

পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে গতকাল রাতে কিশোরকে আটক করা হয়। তাকে থানায় নেওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা করেন ক্ষুব্ধ জনতা। তাঁরা কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেন। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) আশিকুর রহমান গুরুতর আহত হন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গণপ ট ন

এছাড়াও পড়ুন:

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ