ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ
Published: 25th, March 2025 GMT
‘লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি’র উদ্যোগে দুস্থ অসহায় দেড় শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আলীপুর বাদামতলী সড়কে ঈদ উপহারসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
জেলা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ১৫০ জন দরিদ্র মানুষকে ঈদ উপহারসামগ্রী দেওয়া হয়। ঈদসামগ্রী বিতরণী অনুষ্ঠানে দু’জন ক্যান্সার রোগীকে চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া স্থানীয় তিনটি মসজিদে ১০ হাজার করে ৩০ হাজার টাকা দেওয়া হয়।
ঈদসামগ্রী ও অর্থ সহায়তা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির সভাপতি লায়ন রাহাত হাসান লিমন, সেক্রেটারি লায়ন সাইফুল ইসলাম, লায়ন এ কে এম সামছুল আলম, লায়ন মোস্তাফিজুর রহমান লাবলু, লায়ন অনু বিনতে হাকিম, লায়ন রিপন আহম্মেদ বাপ্পি, লায়ন ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব তরণ
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।
আরো পড়ুন:
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”
ঢাকা/কাওছার/মাসুদ