ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ
Published: 25th, March 2025 GMT
‘লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি’র উদ্যোগে দুস্থ অসহায় দেড় শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আলীপুর বাদামতলী সড়কে ঈদ উপহারসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
জেলা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ১৫০ জন দরিদ্র মানুষকে ঈদ উপহারসামগ্রী দেওয়া হয়। ঈদসামগ্রী বিতরণী অনুষ্ঠানে দু’জন ক্যান্সার রোগীকে চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া স্থানীয় তিনটি মসজিদে ১০ হাজার করে ৩০ হাজার টাকা দেওয়া হয়।
ঈদসামগ্রী ও অর্থ সহায়তা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির সভাপতি লায়ন রাহাত হাসান লিমন, সেক্রেটারি লায়ন সাইফুল ইসলাম, লায়ন এ কে এম সামছুল আলম, লায়ন মোস্তাফিজুর রহমান লাবলু, লায়ন অনু বিনতে হাকিম, লায়ন রিপন আহম্মেদ বাপ্পি, লায়ন ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব তরণ
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//