চট্টগ্রামের সাতকানিয়ায় ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা ওই শিক্ষককে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় মামলা করেছেন। 

গ্রেপ্তার শিক্ষকের নাম মো.

আফনান। সে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ছদাহা মিয়াজী পাড়ার মো. ইদ্রিসের ছেলে। 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ধর্মপুর ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। একই মাদ্রাসায় দুই বছর ধরে শিক্ষকতা করে আফনান।  গত সোমবার রাতে সে নিজকক্ষে ডেকে নিয়ে শিশুটিকে বলাৎকার করে।  পরদিন সকালে শিশুটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনা জানালে তারা বিষয়টি স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও মাদ্রাসা পরিচালনা কমিটিকে অবগত করেন। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ ও বিশিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করে আফনান। এ ঘটনা জানতে পেরে উত্তেজিত জনতা আফনানকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ওই শিক্ষক তাঁর ছেলের সঙ্গে আগেও এমন ঘটনা ঘটিয়েছে। লোকলজ্জার ভয়ে বিষয়টি এতদিন গোপন করেছিলেন। পরে বিবেকের তাড়নায় বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসা পরিচালনা কমিটিকে জানান। এ সময় লোকজন ওই শিক্ষককে মারধর করে পুলিশে দেয়। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে জনরোষ থেকে উদ্ধার করে আসামিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়। বুধবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ক ষকক ওই শ ক আফন ন

এছাড়াও পড়ুন:

জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে। পাশাপাশি শরিক রাজনৈতিক দলগুলোকে এই নির্বাচনে বিএনপি কতটা ছাড় দেবে, সে বিষয়টিও আলোচনায় থাকবে। এ ছাড়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সংক্রান্ত সৃষ্ট রাজনৈতিক সংকট ও গণভোটের বিষয়ে আলোচনা করবেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারকেরা।

বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সম্পর্কিত নিবন্ধ