শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
Published: 26th, March 2025 GMT
চট্টগ্রামের সাতকানিয়ায় ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা ওই শিক্ষককে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার শিক্ষকের নাম মো.
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ধর্মপুর ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। একই মাদ্রাসায় দুই বছর ধরে শিক্ষকতা করে আফনান। গত সোমবার রাতে সে নিজকক্ষে ডেকে নিয়ে শিশুটিকে বলাৎকার করে। পরদিন সকালে শিশুটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনা জানালে তারা বিষয়টি স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও মাদ্রাসা পরিচালনা কমিটিকে অবগত করেন। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ ও বিশিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করে আফনান। এ ঘটনা জানতে পেরে উত্তেজিত জনতা আফনানকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ওই শিক্ষক তাঁর ছেলের সঙ্গে আগেও এমন ঘটনা ঘটিয়েছে। লোকলজ্জার ভয়ে বিষয়টি এতদিন গোপন করেছিলেন। পরে বিবেকের তাড়নায় বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসা পরিচালনা কমিটিকে জানান। এ সময় লোকজন ওই শিক্ষককে মারধর করে পুলিশে দেয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে জনরোষ থেকে উদ্ধার করে আসামিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়। বুধবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: শ ক ষকক ওই শ ক আফন ন
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন