নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে দিনমজুর ও শ্রমজীবীদের মাঝে নতুন পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনটির আয়োজনে এবং মুস্তারী কমপ্লেক্সের সহযোগিতায় শনিবার (২৯ মার্চ) দুপুরে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় পছন্দের পাঞ্জাবি উপহার দেওয়া হয়। দিনমজুর ও শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের এই উদ্যোগ।

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, ‘‘২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ঈদ, বিশ্ব ভালোবাসা দিবসে এ ধরণের ব্যতিক্রমী আয়োজন করার চেষ্টা করছি। আমরা মূলত সমাজের সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা ১০০ জনের মাঝে ঈদ উপহার দিয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিত্তশালীরা অনুপ্রাণিত হবেন এবং সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াবেন বলে আমাদের প্রত্যাশা।’’

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উপদেষ্টা সোহেল মুস্তারী, ফয়সাল মুস্তারী, নড়াইল প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, স্বপ্নের খোঁজে সংগঠনের সদস্য মহিউদ্দিন, সোহেল রানা, সৌরভ মোল্যা, চৈতী রানী, পিয়াস, শাকিব মোল্যা, পরাগ প্রমুখ। 

আরো পড়ুন:

খুলনার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হায়দারের বিরুদ্ধে তদন্ত কমিটি

পালাতে গিয়ে আ.

লীগের নেতার ছাদ থেকে লাফ, অতঃপর

ঢাকা/শরিফুল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপহ র

এছাড়াও পড়ুন:

এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।

জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

তাহমিদ আল মুদ্দাসসির

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সচল করার পর তিন জেলায় তিন নেতার পদত্যাগ
  • এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের