ই–মেইলের নিরাপত্তা বাড়াতে নতুন সুবিধা চালু করছে জিমেইল
Published: 3rd, April 2025 GMT
ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ই–মেইল নিরাপত্তা আরও সহজ করতে নতুন এনক্রিপশন প্রযুক্তি চালু করছে গুগল। নতুন এই প্রযুক্তি কাজে লাগিয়ে জিমেইল ব্যবহারকারীরা সহজেই এনক্রিপ্টেড ই–মেইল পাঠাতে পারবেন। গুগল জানিয়েছে, নতুন প্রযুক্তিটি ব্যবহারের জন্য প্রেরক ও প্রাপককে আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল বা এনক্রিপশন সার্টিফিকেট বিনিময় করতে হবে না। আর তাই প্রযুক্তিটি প্রচলিত এনক্রিপশন পদ্ধতির তুলনায় সহজ ও ব্যবহারবান্ধব।
গুগলের তথ্যমতে, গতকাল বুধবার থেকে পরীক্ষামূলকভাবে নতুন এনক্রিপশন প্রযুক্তি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে এ সুবিধা কাজে লাগিয়ে শুধু একই প্রতিষ্ঠানের জিমেইল ব্যবহারকারীদের মধ্যে এনক্রিপ্টেড ই–মেইল পাঠানো যাবে। কয়েক সপ্তাহের মধ্যেই এটি সব জিমেইল ব্যবহারকারীর জন্য চালু করা হবে। নতুন এই নিরাপত্তাব্যবস্থা ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর ফলে ‘এনক্রিপশন কি’ ব্যবস্থাপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে প্রতিষ্ঠানের হাতে। তবে প্রযুক্তিটি পুরোপুরি এন্ড টু এন্ড এনক্রিপশন নয়।
আরও পড়ুনজিমেইলে ই-মেইল শিডিউল করে রাখবেন যেভাবে১৩ ফেব্রুয়ারি ২০২৫বর্তমানে জিমেইল সিকিউর মাল্টিপারপাস ইন্টারনেট মেইল এক্সটেনশনস প্রটোকলের মাধ্যমে এনক্রিপশন সুবিধা দিয়ে থাকে। তবে এই পদ্ধতিতে এক্সটারনাল ই–মেইল পাঠাতে হলে প্রাপককে এই প্রটোকল কনফিগার করতে হয়, যা অপেক্ষাকৃত জটিল। নতুন এনক্রিপশন প্রযুক্তি চালু হলে এ জটিলতা অনেকটাই কমে যাবে।
আরও পড়ুনজিমেইল অ্যাকাউন্টের জায়গা খালি করবেন যেভাবে৩০ আগস্ট ২০২৪নতুন এনক্রিপশন প্রযুক্তিতে ই–মেইল লেখার সময় ব্যবহারকারীরা ‘অ্যাডিশনাল এনক্রিপশন’ অপশন চালু করলেই বার্তা এনক্রিপ্ট হয়ে যাবে। যদি প্রাপক জিমেইল ব্যবহার না করেন তবে তিনি একটি লিংক পাবেন, যেখানে অতিথি হিসেবে গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে সাইন ইন করে ই–মেইল পড়ার পাশাপাশি উত্তর দেওয়া যাবে।
সূত্র: দ্য ভার্জ
আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চারঘাটের নন্দনগাছীতে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। এতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।
এ সময় আন্দোলনকারীরা স্টেশন সংস্কার ও আন্তনগর ট্রেন থামানোর দাবি-সম্পর্কিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন তুলে ধরেন। বেলা একটার দিকে কর্মসূচি শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দাবির মধ্যে ছিল সিল্ক সিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কার।
১৯২৯ সালে উপজেলার নন্দনগাছী স্টেশনটি স্থাপিত হয় নিমপাড়া ইউনিয়নের বরকতপুর এলাকায়, যা নন্দনগাছী স্টেশন নামে পরিচিত। শতবর্ষী স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যায় ২০১৫ সালের শেষের দিকে। নিয়ম অনুযায়ী এই স্টেশনে স্টেশনমাস্টার, টিকিট মাস্টার, পোর্টারম্যান, পয়েন্টসম্যান, গেটম্যানসহ জনবল ছিল ১২ জন। বর্তমানে শুধু পোর্টারম্যান পদে একজন কর্মরত আছেন। শুধু দুটি লোকাল ট্রেন সেখানে থামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অবরোধে অংশ নেওয়া লোকজন ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ট্রেন থামানোর দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ঈশ্বরদীগামী একটি মেইল ট্রেন এলে স্টেশনে প্রবেশের আগেই জাতীয় পতাকা ও লাল পতাকা নিয়ে ট্রেনটি থামিয়ে দেন আন্দোলনকারী। তাঁরা ট্রেনের চালকের রুমে গিয়ে ট্রেনের নিয়ন্ত্রণ নেন। তাঁরা কেউ রেললাইনে, কেউ ট্রেনের ছাদে উঠে আবার কেউ প্ল্যাটফর্মে অবস্থান নেন। প্রায় ১০-১২ মিনিট পর ট্রেনটিকে যেতে দেওয়া হয়।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আসে চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তনগর ট্রেন বরেন্দ্র এক্সপ্রেস। নন্দনগাছী রেলস্টেশনে ট্রেনটির নির্ধারিত যাত্রাবিরতি নেই। তবে দাবি আদায়ের জন্য রেললাইনে সাধারণ লোকজন অবস্থান নেওয়ায় ট্রেন দুটি সেখানে থামতে বাধ্য হয়। প্রায় ১৫ মিনিট ট্রেনটিকে আটকে থাকার পর আবু সাইদ চাঁদের সহযোগিতায় ট্রেনটি সেখান থেকে রাজশাহীর দিকে রওনা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে